'আবদার' তপন কুমার
বন্দ্যোপাধ্যায়
তোমরা দেখছি বড্ড জ্বালাও,কি খাবে তাই বলো ?
আন্তর্জাতীক না এ দেশীয়, পছন্দ কোন গুলো?
ঘটি বাঙ্গালের সব রান্নাই আমার কাছে পাবে,
মন থেকে শুধু নাম বলে দাও আজ তুমি কি খাবে?
মোগলাই বা চাইনিজ ডিশ তাও বানাতে পারি,
উপকরন সব পেলেই হোলো, যাযা দরকারি।
রুগীর পথ্য? বানিয়ে দেবো দু মিনিট সবুর করো,
গাঁদালের ঝোল, শিঙ্গি পটল,স্টু ও বলতে পারো,
এ আবার কি হাউ মাউ খাউ?
বার্লী সাগু ছেড়ে, খাবে তুমি চাউ?
ইডলী আর মশলা ধোসা,
বাটার পনীর সাথে সামোসা?
আচ্ছা আপদ ফুচকাও চাই?
এত রাত্রিরে কোথা আমি পাই?
পরিবর্ত্তে চাই কুলফি মালাই,
রইলো কাজ আমি পালাই।
নির্ঘাত আছে মাথার ব্যামো,
তাই ধরেছে এই পাগলামো।
অনেক দেখেছি, এমন শুনিনি আবদার,
সব ঘেঁটে 'ঘ', এখন ইধার কা মাল উধার।
তোমরা দেখছি বড্ড জ্বালাও,কি খাবে তাই বলো ?
আন্তর্জাতীক না এ দেশীয়, পছন্দ কোন গুলো?
ঘটি বাঙ্গালের সব রান্নাই আমার কাছে পাবে,
মন থেকে শুধু নাম বলে দাও আজ তুমি কি খাবে?
মোগলাই বা চাইনিজ ডিশ তাও বানাতে পারি,
উপকরন সব পেলেই হোলো, যাযা দরকারি।
রুগীর পথ্য? বানিয়ে দেবো দু মিনিট সবুর করো,
গাঁদালের ঝোল, শিঙ্গি পটল,স্টু ও বলতে পারো,
এ আবার কি হাউ মাউ খাউ?
বার্লী সাগু ছেড়ে, খাবে তুমি চাউ?
ইডলী আর মশলা ধোসা,
বাটার পনীর সাথে সামোসা?
আচ্ছা আপদ ফুচকাও চাই?
এত রাত্রিরে কোথা আমি পাই?
পরিবর্ত্তে চাই কুলফি মালাই,
রইলো কাজ আমি পালাই।
নির্ঘাত আছে মাথার ব্যামো,
তাই ধরেছে এই পাগলামো।
অনেক দেখেছি, এমন শুনিনি আবদার,
সব ঘেঁটে 'ঘ', এখন ইধার কা মাল উধার।

No comments:
Post a Comment