Monday, 23 November 2015

আবোলে তাবোলে ২১ " দুর্গাদাসের আজব গাড়ি"

আমি ফেসবুকে বাংলা লিখতে একদম অনভ্যস্ত, সব লেখা পোষ্ট করলেই দেখছি বদলে যাচ্ছে ।অনিচ্ছা কৃত ভুলের জন্য আর যেহেতু আমার, ভাললাগে  অবসর কটানোর  প্রয়োজনে  এই  আঁকা আর লেখা, তা ই উপযুক্ত উন্নত মানের না হওয়ার জন্য দুঃখিত ,একটু মানিয়ে নেবেন ।  , লেখক ,শিল্পী হিসাবে নয় নবিশ হিসাবে ভাববেন  এগুলো   প্রচেষ্টা মাত্র ।সহযোগিতা  কাম্য ।
দূর্গাদাসের আজব গাড়ি
 চণ্ডী দাসের  খুড়োর কলের কীর্তিকলাপ শুনে,                                                             দূর্গাদাসের বাবার ইচ্ছা, জাগলো মনেমনে ।
তিনি ও এমন কল বানিয়ে চমক লাগিয়ে দেবেন,    
মনের ইচ্ছায় যেথায় সেথায়,  যখন খুশি যাবেন।
পথে বাধা থাকবেনা, কিছুতে হবেনা অন্তরায়,
যাতে  রাস্তা ঘাট পাহার  নদী , সব পেড়িয়ে যায় ।
 ভাবা্র সাথে উপকরণ, জোগাড় করতে লাগেন,
চাকা লাগানো পাটাতনে ,বসার টুল  আঁটেন ।
মাঝ খানেতে লাগান তিনি লম্বা ডাটির  ছাতা,
খোলা বন্ধ করার  জন্য লাগানো একটা হাতা ।
দুটি দড়ি লাগানো  থাকে, পাটাতনের  দিকে ,
একটা দড়ি বেশ বড় ওপর দড়ি র  থেকে ।
ছোট দড়িতে বাঁধেন শেয়াল,বড় তে তেজী কুকুর,
শেয়াল জোরে হাঁকলে পরে,
কুকুর ভয়ে  দৌড়ে  মরে ।
এর ই ফলে আজব গাড়ি, ছোটে পাঁই পাঁই ,
এমন আজব গাড়ির, কোনও তুলনা যে  নাই ।
এমনি সময়, মাথার ছাতা, বন্ধ করা থাকে ,
সামনে কভু এলে বাধা, খুলতে হবে তাকে ,
দুটো কলের ডানা লাগানো পাটাতনের ধারে ,
 দড়িও আছে বাঁধা, কুকুরের পায়ে লাগানর তরে ।
 কুকুরের পায়ে দিলে জুড়ে,
ডাননা   ঝাপটার মত নড়ে।
ছাতা  খোলা থাকলে , ডানা যদি নড়ে ।
রাস্তা ছেড়ে তখন গাড়ি ,আকাশেতে ওড়ে ।,


No comments:

Post a Comment