মেরুদণ্ডী'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আচ্ছা আমরা তো মেরুদণ্ডী প্রাণী?
মাঝে মাঝে সন্দেহ হয় সত্য কি না জানি?
পিঠে হাত দিয়ে তাই দেখে নিতে হয়,
কখন না মিলিয়ে যায় তাই লাগে ভয়!
মেরুদণ্ডী হলেও আজ বনেছি কৃকলাস,
বুকে হাঁটি সোজা দাঁড়ানোর বৃথা অভিলাষ।
সবকিছু হজম করি, প্রতিবাদ করিনা,
তুলবো মাথা মর্য্যাদায় সেটাতো ভাবি না।
এরি মাঝে আছেন কেঊ হয়তো বুদ্ধিজীবি,
দোষদুষ্টে আছে ভরা তাঁর চোখেতে সব ই।
এরা সবাই গণ্য মান্য ভীষণ শক্তিশালী,
অনায়াসে পারেন দিতে যাকে তাকে গালি।
এঁদের চোখে কেঊবা খাঁটি কেঊবা বুর্জোয়া,
কারো রচনা মশলাদার কারোবা চোঁয়া চোঁয়া।
কারোর ভাবের অভাব আছে কারোবা জ্ঞানের,
কারোরটা একদম নয় উপযুক্ত মানের।
কপালজোরে যুগের ফেরে উঠেছেন মাথায়,
আজকে হলে হালে তিনি পানী পেতেন না হায়।
৭০এর দশকে নিজে চোখে অনেক দেখছিলাম,
বিদেশী নেতাকে জানিয়েছি হাজারো সেলাম।
কিন্তু অবশেষে মোরা কি পেয়েছিলাম?
দেশের নেতার অধীনে চামচা বনে গেলাম।
সব ঝঞ্ঝা গেলো উবে,
আন্দোলন গেলো নিভে।
সবাই নিজের নিজের রাস্তা বুঝে নিলাম।
রক্ত ক্ষয় সংগামে ফল নীট শুন্য পেলাম।
আমাদের মেরুদণ্ড চাপে শুয়ে পড়ে,
মুখে কিন্তু সর্বদাই অগ্নিবান ঝড়ে।
আমরা তাত্ত্বিক অতি বড় বোদ্ধা।
দেশের বাইরেই আছে মোদের শ্রদ্ধা।
আচ্ছা আমরা তো মেরুদণ্ডী প্রাণী?
মাঝে মাঝে সন্দেহ হয় সত্য কি না জানি?
পিঠে হাত দিয়ে তাই দেখে নিতে হয়,
কখন না মিলিয়ে যায় তাই লাগে ভয়!
মেরুদণ্ডী হলেও আজ বনেছি কৃকলাস,
বুকে হাঁটি সোজা দাঁড়ানোর বৃথা অভিলাষ।
সবকিছু হজম করি, প্রতিবাদ করিনা,
তুলবো মাথা মর্য্যাদায় সেটাতো ভাবি না।
এরি মাঝে আছেন কেঊ হয়তো বুদ্ধিজীবি,
দোষদুষ্টে আছে ভরা তাঁর চোখেতে সব ই।
এরা সবাই গণ্য মান্য ভীষণ শক্তিশালী,
অনায়াসে পারেন দিতে যাকে তাকে গালি।
এঁদের চোখে কেঊবা খাঁটি কেঊবা বুর্জোয়া,
কারো রচনা মশলাদার কারোবা চোঁয়া চোঁয়া।
কারোর ভাবের অভাব আছে কারোবা জ্ঞানের,
কারোরটা একদম নয় উপযুক্ত মানের।
কপালজোরে যুগের ফেরে উঠেছেন মাথায়,
আজকে হলে হালে তিনি পানী পেতেন না হায়।
৭০এর দশকে নিজে চোখে অনেক দেখছিলাম,
বিদেশী নেতাকে জানিয়েছি হাজারো সেলাম।
কিন্তু অবশেষে মোরা কি পেয়েছিলাম?
দেশের নেতার অধীনে চামচা বনে গেলাম।
সব ঝঞ্ঝা গেলো উবে,
আন্দোলন গেলো নিভে।
সবাই নিজের নিজের রাস্তা বুঝে নিলাম।
রক্ত ক্ষয় সংগামে ফল নীট শুন্য পেলাম।
আমাদের মেরুদণ্ড চাপে শুয়ে পড়ে,
মুখে কিন্তু সর্বদাই অগ্নিবান ঝড়ে।
আমরা তাত্ত্বিক অতি বড় বোদ্ধা।
দেশের বাইরেই আছে মোদের শ্রদ্ধা।

No comments:
Post a Comment