'বঙ্গভূমি-জন্মভূমি'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
বাংলা আমার জন্মভূমি,আমার মাতৃভূমি,
হেথায় জীবনের প্রথম শ্বাস নিয়েছি আমি।
হেথায় প্রথম চোখ মেলেছি দেখেছি জগতের আলো,
তার আগেতে আমার চোখে সব ই ছিলো কালো।
বাংলা আমার হাসি কান্না,প্রথম দাঁড়ানোর মাটি।
তাইতো বাংলা আমার কছে সবার চেয়ে খাঁটি।
হেথায় আমি চলতে শিখেছি বলতে শিখেছি কথা।
আমার সকল চাওয়া পাওয়া খুঁজে পেয়েছি হেথা।
বাংলা আমার চিন্তাক্ষেত্র,ইহা বিচরণ ভূমি,
বাংলা আমার দেহের রক্ত,প্রাণ বায়ু একে মানি।
বহু মহামানবের জন্ম হেথায় অন্যতম রবি,
আমরা ধন্য বহু বরেণ্য খুঁজলে পাবে সব ই।
প্রকৃতি হেথায় সকলি মেলায় সাগর থেকে পাহাড়,
সুনীল আকাশ,নির্মল বাতাস, কি অপরুপ বাহার!
বাংলা আমার হৃদস্পন্দন,আমার জীবনি শক্তি,
বাংলা আমার দেবালয় ভূমি, হেথায় উজারি ভক্তি।
বাংলার মাঠে সবুজের মেলা,
রোদ ঝলমল বাতাসের খেলা।
রুপালী জোছনায় আলোকেতে ভরা,
রুপসী বাংলা দেখেছিতো মোরা।
গান গেয়ে নাও, মাঝি বেয়ে চলে,
সোনার জমিতে জানি সোনা ফলে।
শহরায়ন আজ করিয়াছে গ্রাস,
মনে মনে তাই সদা সন্ত্রাস।
কংক্রীটের জালে ঢাকা পড়ে যাবে সোনালী মায়ের অঙ্গ,
থাকবেনা আর সবুজ- শ্যামল , স্নিগ্ধ, সুনীল বঙ্গ।
বাংলায় জন্ম আমার, সদা হেথা জন্মিতে চাই,
এখানের ই আলো বাতাস, সব জনমে যেন পাই।
বাংলা আমার জন্মভূমি,আমার মাতৃভূমি,
হেথায় জীবনের প্রথম শ্বাস নিয়েছি আমি।
হেথায় প্রথম চোখ মেলেছি দেখেছি জগতের আলো,
তার আগেতে আমার চোখে সব ই ছিলো কালো।
বাংলা আমার হাসি কান্না,প্রথম দাঁড়ানোর মাটি।
তাইতো বাংলা আমার কছে সবার চেয়ে খাঁটি।
হেথায় আমি চলতে শিখেছি বলতে শিখেছি কথা।
আমার সকল চাওয়া পাওয়া খুঁজে পেয়েছি হেথা।
বাংলা আমার চিন্তাক্ষেত্র,ইহা বিচরণ ভূমি,
বাংলা আমার দেহের রক্ত,প্রাণ বায়ু একে মানি।
বহু মহামানবের জন্ম হেথায় অন্যতম রবি,
আমরা ধন্য বহু বরেণ্য খুঁজলে পাবে সব ই।
প্রকৃতি হেথায় সকলি মেলায় সাগর থেকে পাহাড়,
সুনীল আকাশ,নির্মল বাতাস, কি অপরুপ বাহার!
বাংলা আমার হৃদস্পন্দন,আমার জীবনি শক্তি,
বাংলা আমার দেবালয় ভূমি, হেথায় উজারি ভক্তি।
বাংলার মাঠে সবুজের মেলা,
রোদ ঝলমল বাতাসের খেলা।
রুপালী জোছনায় আলোকেতে ভরা,
রুপসী বাংলা দেখেছিতো মোরা।
গান গেয়ে নাও, মাঝি বেয়ে চলে,
সোনার জমিতে জানি সোনা ফলে।
শহরায়ন আজ করিয়াছে গ্রাস,
মনে মনে তাই সদা সন্ত্রাস।
কংক্রীটের জালে ঢাকা পড়ে যাবে সোনালী মায়ের অঙ্গ,
থাকবেনা আর সবুজ- শ্যামল , স্নিগ্ধ, সুনীল বঙ্গ।
বাংলায় জন্ম আমার, সদা হেথা জন্মিতে চাই,
এখানের ই আলো বাতাস, সব জনমে যেন পাই।

No comments:
Post a Comment