আবোলে-তাবোলে - ৯"পেঁচো-পাঁচু " তপন কুমার
নামতারপেঁচোপাঁচু,মুখসদাইকাঁচুমাচু।
হাসির কিছু শুনলে পরে, দৌরে এসে কামড়ে ধরে ।
ভয়ে সবাই এড়িয়ে চলে, এজন্য ই পেঁচো পাঁচু বলে ।
খাওয়া দাওয়াও বিদঘুটে ,দুধ খায় কচু বেটে ।
কিন্তু খুউব সে সেয়ানা, কভুএড়িয়েযাওয়াযায়না। দূর থেকে দেখলে পরে, অমনিসেআসেতেড়ে।
কি বলছিস? আমায় নিয়ে? উত্তর দাও না ঘাবড়ে গিয়ে। মনের মতন হলে পরে, সিধে তোমায় দেবে ছেড়ে। কিন্তু যদি না হয় খুশী, লাগিয়ে দেবে কিল, চর , ঘুষি। তাই বলি তার বাড়ির পানে,যেওনা যেন কেউ ওখানে। পাঁচু যদি জানতে পারে , সে তোমাকে ধরবেই ওরে ।


No comments:
Post a Comment