Saturday, 21 November 2015

আবোলে-তাবোলে-৮ "লাগ-লাগ-লাগ জোরসে লড়াই"

আবোলে-তাবোলে--"লাগ-লাগ-লাগ জোরসে লড়াই" তপন কুমার বন্দ্যোপাধ্যায়    
বলছি আমি অমন করে,
 ডাকে কেন নাক জোরে জোরে
?
কে বলেছে মোর ডাকছে নাক
?
তুই নিজের দিকেই চেয়ে দেখ

নিজের দোষ কেউ কি নিজে দেখে
?
অন্যের দেখে সব নাও শিখে

বলছি
, মুখ সামলে বলিস,
দেখে
, শুনে সব সমঝে চলিস

নইলে তোকে পিটবো ধরে
,
মারবো ঘুষি ভীষণ জোরে

বলছি কথা যায় না কানে
?
না কি বুঝিস না  কথার মানে
?
ও বুঝেচিস ভেরি নাইস
,
খাওয়াব তোকে ফ্রায়েড রাইস

মাটন নাকি চিকেন খাবি
?
আইনক্সে সিনেমা যাবি
?
কেন মিছে মোরা ঝগরা করি
?
বন্ধু মোরা আয় হাতে হাত ধরি

 নেইকো দন্দ সব মিট মাট
,
চল ঘরে যাই মোরা ফিট ফাট


No comments:

Post a Comment