Saturday, 21 November 2015

আবোলে-তাবোলে -৪ গল্প শোনো


আবলে-তাবোলে "গল্প-শোনো"  তপন কুমার বন্দ্যোপাধ্যায়                                        
 আয় রামু, তোকে গল্প শোনাই,
শুনতে পারি
, ভালো হওয়া চাই

বলছি তুই
, শুনেই দেখ না ,
শুনছি
, তবে ভুত চলবেনা

না না ভুত হবে কেনো
?- এটা বাঘের,
জন্তু জানোয়ার এই সবের

বাজে গল্প
,ও সব ছেলে ভুলানো,
টি
,ভি তে এসব দেখিনা যেন?
তা হলে একটা রহস্য নিয়ে বলি
?
তুমি কি পাগল
? গুল গপ্প খালি

আচ্ছা বেশ তাহলে একটা হাসির গল্প শোনাই
?
কি আপদ!হাসব কেন
?আরকি কোন কাজ নাই?
নিকুচি করেছে তোর
, গল্প শুনে নেই কাজ

এইতো ভালো
,চলো দাদা সিনেমা যাই আজ
 

No comments:

Post a Comment