Saturday, 28 November 2015

অন্য ধ রণের কবিতা=১৬ "এবাজারে সস্তা"

'এ বাজারে সস্তা'তপন কুমার বন্দ্যোপাধ্যায়
এখন দেখছি প্রেম  বিষয়টা  হয়েছে বেশ সস্তা
দেখে শুনে খুঁজে নাও
, পাবে বস্তা বস্তা
হাটে প্রেম
,ঘাটে প্রেম,প্রেম চারি ধারে,
একটু বেরুলেই চোখে সব পড়ে

লজ্জাপেলে মুখ ঘোরাও
,না দেখার ছলে,
এভাবে না চললে পস্তাবে শেষ কালে

ফেসবুকে
,মোবাইলে প্রেমের মাধ্যম ঢের,
বাপ মায়েরা পাচ্ছেন তা  হাড়ে হাড়ে টের

আগে ছিলো শিশু মুখে হাসি আর ছড়া
,
রিয়ালিটি শোতে দেখো চোস্ত বনেছে তারা

ফ্রেণ্ডের রকম ফের তাদের জানা আছে
,
অনেক কিছুই শিখতে হবে বাচ্চাদের কাছে

ছোটদের নিয়ে ফাজলামি বসে দেখা সয়না
,
এটাই যুগের হাওয়া তাই  বারণ করা যায়না

শুনলে বলবে আমায়
, ওসব তুমি দেখোনা,
বাচ্চারা কত স্মার্ট হচ্ছে সেগুলো তো শেখোনা

জেনারেশন গ্যাপ তাই মানতে নাকি পারছি না

প্রভুত উন্নতি চোখে কেন দেখছি না
?
অবক্ষয় সব ক্ষেত্রে এ আমি বলছিনা
,
উন্নত সংস্কৃতি সব তাও পুরো মানছিনা

মুখে না বললেও চোখ কান সবার আছে
,
জানিনা কি বারতা পৌঁছায় সব শিশুর কাছে
?


No comments:

Post a Comment