অবসরে শখ'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
সেদিন হঠাৎ সিদু খুড়ো বোললে ডেকে আমাকে,
খুঁজে এনে দিতে পারিস কালো রঙের কলকে।
আমি বলি কালো রঙের ? দেখব খুঁজে পেলে,
পোড়ামাটির ছোটো বড় ,হামেসাই তো মেলে।
কি করবে খুড়ো ?কালো রঙের কেনো প্রয়োজন?
এতে নেশা কি জমে ভালো ?তাই এই আয়োজন?
কালো পোড়া মাটির জিনিস দিয়ে বানাচ্ছি গণেশ,
কালো রঙের কলকে পেলে শুঁড়টা হবে বেশ।
কালো রঙের ঘট, প্রদীপ,হয়েছে জোগার ,
কলকে পাইনি, শুঁড় বানাবো অপেক্ষায় তার।
কালো রঙের পোড়া মাটিতে দেখায় বড় ভালো,
এমনি কালো রঙ কোরলে দেখায় অতি খেলো'
খুড়ো তোমার বাড়িতে অনেকেই তো আছে?
তাদের ছেড়ে তুমি কেনো এলে আমার কাছে?
খুড়ো বলে আর বোলোনা কেঊ এসব চায়না ,
বলে সবাই বুড়ো বয়সে এসব ভীমরতির বায়না ।
টুকি টাকি ফেলা জিনিসে আমার ঘর ভরতি,
বানাই আমি এটা সেটা তাতেই আমার ফুরতি।
বয়েস কালে পাইনি সময় কাজেই ছিলাম ব্যস্ত ,
অবসরে আছি এখন আমার হাতে সময় প্রশস্ত।
লেখা আঁকায় সময় কাটে মাঝে হাতের কাজ,
সবাইকে তো যায়না বলা, মনে লাগে লাজ ।
তুমি চেনো আমায়, তোমার শিশুকালথেকে,
তাই আমি বোললাম তোমাকেই ডেকে।
আমার হাতের কাজ আর আঁকার কথা,
প্রায় সবাই জানলেও প্রকাশ করিনা তা ।
সেদিন হঠাৎ সিদু খুড়ো বোললে ডেকে আমাকে,
খুঁজে এনে দিতে পারিস কালো রঙের কলকে।
আমি বলি কালো রঙের ? দেখব খুঁজে পেলে,
পোড়ামাটির ছোটো বড় ,হামেসাই তো মেলে।
কি করবে খুড়ো ?কালো রঙের কেনো প্রয়োজন?
এতে নেশা কি জমে ভালো ?তাই এই আয়োজন?
কালো পোড়া মাটির জিনিস দিয়ে বানাচ্ছি গণেশ,
কালো রঙের কলকে পেলে শুঁড়টা হবে বেশ।
কালো রঙের ঘট, প্রদীপ,হয়েছে জোগার ,
কলকে পাইনি, শুঁড় বানাবো অপেক্ষায় তার।
কালো রঙের পোড়া মাটিতে দেখায় বড় ভালো,
এমনি কালো রঙ কোরলে দেখায় অতি খেলো'
খুড়ো তোমার বাড়িতে অনেকেই তো আছে?
তাদের ছেড়ে তুমি কেনো এলে আমার কাছে?
খুড়ো বলে আর বোলোনা কেঊ এসব চায়না ,
বলে সবাই বুড়ো বয়সে এসব ভীমরতির বায়না ।
টুকি টাকি ফেলা জিনিসে আমার ঘর ভরতি,
বানাই আমি এটা সেটা তাতেই আমার ফুরতি।
বয়েস কালে পাইনি সময় কাজেই ছিলাম ব্যস্ত ,
অবসরে আছি এখন আমার হাতে সময় প্রশস্ত।
লেখা আঁকায় সময় কাটে মাঝে হাতের কাজ,
সবাইকে তো যায়না বলা, মনে লাগে লাজ ।
তুমি চেনো আমায়, তোমার শিশুকালথেকে,
তাই আমি বোললাম তোমাকেই ডেকে।
আমার হাতের কাজ আর আঁকার কথা,
প্রায় সবাই জানলেও প্রকাশ করিনা তা ।

No comments:
Post a Comment