Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসাঠসি--" হর্ষ বর্ধন গোবর্ধন"

'হর্ষবর্ধন ও গোবর্ধন সাথে কিছু গল্পের নাম চয়নতপন কুমার বন্দ্যোপাধ্যায়
হর্ষ বদনে গেলাম আমি
, হর্ষ বর্ধনের খোঁজে ,
গো-বোধ মুখে গোবর্ধন সেথায় মুখটি বুজে

বিষন্ন কেন বদন খানি জিজ্ঞাসিলাম তারে
?
উ উ করে উত্তরটা উতরে দিলেন মোরে

বেজায় গরম চলছে এখন
, তাপের বর্শা বেঁধে,
বর্ষার দেখা নেই তাই বেরুনো যায়না রোদে

হাট বাজার  উঠেছে মাথায়
, মাথা জোড়া টাক,
ঘটি ঘটি জল খেয়ে পেট টি হয়েছে ঢাক

শিরিবিরামের দোকানেতে বিরাম নাইকো তার
,
বই ঘাঁটতে ঘাঁটতে তার হয়েছে হাড্ডি সার

হর্ষবর্ধন-গোবর্ধনের  বেড়েছে আদর
,
পাঠক কুল বুঝেছেন
, তাই এত কদর

শিব্রামের  গল্পের কিছু নাম দিলাম নীচে
,
শব্দ -বাহার খুঁজলে পাবে এরিমাঝে  আছে


হাতির সাথে হাতাহাতি,অশ্বথামা হত ইতি
ঘোড়ার সাথে ঘোরাঘুরি
,কথা বলার বিপদ ভারি
পিগ মানে শুয়োর ছানা
,হাওড়া আমতা রেল দুর্ঘটনা
একলব্যের মুণ্ডুপাত
,স্যাঙাতের সাক্ষাত
বিগড়ে গেলেন হর্ষবর্ধন
,তার (হর্ষবর্ধনের)সুর্য্যদর্শন
ডিটেক্টিভ শ্রী ভৃর্ত্তহরি
,হর্ষবর্ধনের চৌকিদারি
মামির বাড়ির আবদার
, অ-দ্বিতীয় পুরস্কার
শিশু শিক্ষার পরিনাম
,সীট+আরাম=সীতারাম
ট্রেণের উপর কেরামতি
, আমার বই এর কাটতি
চাঁদে গেলেন হর্ষবর্ধন
, চোর ধরল গোবর্ধন
হর্ষবর্ধনের বিরম্বনা
,হর্ষবর্ধনের হজম হয়না
গোবর্ধনের প্রাপ্তি যোগ
,নকুড় বাবুর অনিদ্রা রোগ
মন্টুর মাস্টার
, ছাড়পোকার মার
নিখরচায় জলযোগ
, দাদুর জটিল রোগ (ব্যরাম সহজ নয়)
ধাপে ধাপে শিক্ষালাভ
,মহাপুরুষের সিদ্ধিলাভ
পৃথিবীতে সুখ নেই
,রিকসায় কোন রিসক নেই
লক্ষণ এবং দুর্লক্ষণ
,গোল দিঘিতে হর্ষবর্ধন
নাক নিয়ে নাকাল
, কোলকাতার হালচাল
বিহার মন্ত্রীর সান্ধ্য বিহার
,হর্ষবর্ধনের বাঘ শিকার
বাসের মধ্যে আবাস
,গ্যাস মিত্রের গ্যাস
বাড়ির উপর বাড়াবাড়ি
, গদাইএর গাড়ি

No comments:

Post a Comment