Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসাঠাসি--"যাত্রা বিভ্রাট"

যাত্রায় বিভ্রাট" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
কেটো কাশী,বাজায় বাঁশী
মোটা গুপী, মাথায় টুপী

বেঁটে মদন
, ২ মণ ওজন
দেঁতো হাবু, খুব যবুথবু

এ পাড়াতে সবাইমিলে
,
করবে যাত্রা ঠিক করলে

পালা
'সীতা কেনো কাঁদে?'
দিন স্থির মাস খানেক বাদে

রোজ চলে মহড়া
,
উৎগ্রীব সাড়া পাড়া

অবশেষে দিন এলো
,
যাত্রাপালা মঞ্চস্থ হোলো

কিন্তু শেষে একি হোলো
?
অনেকেই পার্ট ভুলে গেলো

পরের পার্ট আগে হোলো
,
প্রম্পটার ভ্যাবা চ্যাকা খেলো

লেগে গেলো হট্টগোল

চারপাশে   সরোগোল

তখন সবাই বলছে খেদে,
 সীতা কাঁদে পড়ে ফাঁদে


No comments:

Post a Comment