Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-৪ "অস হায় "

অসহায়' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আজ এরা বড় ই অসহায় !
বলোতো থাকবে কোথায়
?
চারপাশে গাছ পালা জঙ্গল শেষ
,
শহ
রায়নের অট্টালিকায় নব পরিবেশ
গাছ পালা সবুজের দেখা নাহি পাবে
,
এই সব প্রাণীরা বলোতো কি খাবে
?
বাগানের ফল মুল শাক পাতাখেতো
,
তাইতেই এদের সব দিন কেটে যেত

যারা করে চাষাবাদ বিষ দেয় ক্ষেতে
,
এই সব প্রাণীরা মারা যায় তাতে

চারপাশে পরিবেশে বিশুদ্ধতা নাই
,
খাদ্যে  আজ তাই বিষ খুঁজে পাই

নিষ্পাপ এই প্রাণীরাও বিধাতার সৃষ্টি
,
অবলুপ্তির পথে এরা কারো নেই দৃষ্টি

(আমার বাড়ির সংলগ্ন বাগানে এই অসহায় হনুমানের ছবি
,
আগে দলে দলে আসতো এখন দু চারটে  মাঝে মধ্যে আসে

করুন চাহনি,খাবারের জন্য কাতর মিনতি,নিদারুন প রিস্থিতি ) 

No comments:

Post a Comment