Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসাঠাসি "কুট কচালী

কুট কচালী' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
খ্যাঁক শেয়াল আর খ্যাঁক শেয়ালী,
 লাগলো তাদের কুট কচালী

বিষয়টা পুজোর সাজ পোষাক নিয়ে
,
মাথা গরম তাই  বাজারে কিনতে গিয়ে

যেমন সব জিনিষের দাম
,
পায়ে ঝড়ে মাথার ঘাম

শেয়াল চায় শেয়ালীর কুর্তী পাজামা
,
শেয়ালী বলে  এখন আর এসব চলেনা

জিন্সের প্যান্টের সাথে টাইট গেঞ্জী শার্ট
,
এই পোষাকেই লাগবে তাকে সবচেয়ে স্মার্ট

পায়ে চাই এডিডাসের সফটি স্নীকার
,
নাইকের বেল্ট হ্যান্ডপার্স সেটাও দরকার

কসমেটিকসের ব্যাপারটা আর নাইবা বোললাম
,
টপ টু টো কত রকমারী ভড়কেই গেলাম

বুঝলাম শেয়ালীর আধুনিকতার এই ফাঁদে
,
ধুর্ত শেয়াল পড়ে ভেউ ভেউ কাঁদে

No comments:

Post a Comment