নালিশ'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
হ্যাঁরে, তোর কি হোলো পচু?
মুখ কেনো তোর কাঁচু মাচু?
খাওয়ার দোষে পেট কামড়াচ্ছে?
মুখটা বড় ই কষ্টকর লাগছে ,
না না পেট কামড়াবে কেনো ?
কাঠি বুড়োর জ্বালায় দায় তেষ্টানো।
পঞ্চায়েতে সে নালিশ কোরেছে,
আমার ছাগল তার বাগানে ঢুকেছে।
কালকে কখনো অসাবধানে,
ঢুকেছে ছাগল বুড়োর বাগানে।
সেথা দরজা বন্ধ থাকলে পরে?
ছাগল বাগানে ঢোকে কি করে?
ছাগলটা বাঁধা সদাই থাকে,
সবাই নজরে রাখে তাকে ।
তার ভিতরেই খুঁটি উপড়ে,
কখনো সখনো যেতেই পারে।
দেখলে তাড়িয়ে দিলেই চলে,
এইনিয়ে কেঊ পঞ্চায়েতে বলে?
মানুষ চোরেই সু্যোগ পেলে,
চুরি করে সব ভরছে থলে।
অবলা প্রাণী খাবার তরে।
এমন কাজতো কোরতেই পারে।
চার পাশে সব চুরির খেলা,
যত রাগ এই পশুর বেলা ।
নালিশ যেথায় জানাতে গেছো,
তাদের চুরির হিসেব রেখেছো ?
বড় চোরেরা সব আছে মজায়,
তারাই এখন মাথায় ছড়ি ঘোরায়।
হ্যাঁরে, তোর কি হোলো পচু?
মুখ কেনো তোর কাঁচু মাচু?
খাওয়ার দোষে পেট কামড়াচ্ছে?
মুখটা বড় ই কষ্টকর লাগছে ,
না না পেট কামড়াবে কেনো ?
কাঠি বুড়োর জ্বালায় দায় তেষ্টানো।
পঞ্চায়েতে সে নালিশ কোরেছে,
আমার ছাগল তার বাগানে ঢুকেছে।
কালকে কখনো অসাবধানে,
ঢুকেছে ছাগল বুড়োর বাগানে।
সেথা দরজা বন্ধ থাকলে পরে?
ছাগল বাগানে ঢোকে কি করে?
ছাগলটা বাঁধা সদাই থাকে,
সবাই নজরে রাখে তাকে ।
তার ভিতরেই খুঁটি উপড়ে,
কখনো সখনো যেতেই পারে।
দেখলে তাড়িয়ে দিলেই চলে,
এইনিয়ে কেঊ পঞ্চায়েতে বলে?
মানুষ চোরেই সু্যোগ পেলে,
চুরি করে সব ভরছে থলে।
অবলা প্রাণী খাবার তরে।
এমন কাজতো কোরতেই পারে।
চার পাশে সব চুরির খেলা,
যত রাগ এই পশুর বেলা ।
নালিশ যেথায় জানাতে গেছো,
তাদের চুরির হিসেব রেখেছো ?
বড় চোরেরা সব আছে মজায়,
তারাই এখন মাথায় ছড়ি ঘোরায়।



No comments:
Post a Comment