আজগুবি চিন্তা'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ভেবে ভেবে কাটে দিন ,রাতে ও নেই শান্তি,
কত প্রশ্ন আসে মাথায়,ভীড় করে অগুনতি।
ঘুম পেলে হাইওঠে কেন ? পারো কেউবোলতে?
অক্সিজেনের চাহিদা বাড়ে, তখন কেন মরতে?
রেগে গেলে কুকুরের লোম কেন খাড়া হয়?
এমনি সময়েতে এমনতো কখনও নয়।
শীতে, ভয়ে কেন কাঁপি ?বলো মোরা ঠক ঠক?
তেষ্টায় ছাতি ফাটে জল খাই ঢক ঢক ।
ঘুম পেলে চোখের পাতা কেন হয় ভারী ?
অন্য সময়ে হয়না কেন জানাটা দরকারি?
সারাক্ষণ এই আজগুবি চিন্তা সব মাথায় ,
এইনিয়ে এরপর শান্তিতে থাকা যায়?
ভেবে ভেবে কাটে দিন ,রাতে ও নেই শান্তি,
কত প্রশ্ন আসে মাথায়,ভীড় করে অগুনতি।
ঘুম পেলে হাইওঠে কেন ? পারো কেউবোলতে?
অক্সিজেনের চাহিদা বাড়ে, তখন কেন মরতে?
রেগে গেলে কুকুরের লোম কেন খাড়া হয়?
এমনি সময়েতে এমনতো কখনও নয়।
শীতে, ভয়ে কেন কাঁপি ?বলো মোরা ঠক ঠক?
তেষ্টায় ছাতি ফাটে জল খাই ঢক ঢক ।
ঘুম পেলে চোখের পাতা কেন হয় ভারী ?
অন্য সময়ে হয়না কেন জানাটা দরকারি?
সারাক্ষণ এই আজগুবি চিন্তা সব মাথায় ,
এইনিয়ে এরপর শান্তিতে থাকা যায়?
No comments:
Post a Comment