Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা -২-আজগুবিচিন্তা

আজগুবি চিন্তা' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ভেবে ভেবে কাটে দিন
,রাতে ও নেই শান্তি,
কত প্রশ্ন আসে মাথায়
,ভীড় করে অগুনতি

ঘুম পেলে হাইওঠে কেন
? পারো কেউবোলতে?
অক্সিজেনের চাহিদা বাড়ে
, তখন কেন মরতে?
রেগে গেলে কুকুরের লোম কেন খাড়া হয়
?
এমনি সময়েতে এমনতো কখনও নয়

শীতে
, ভয়ে কেন কাঁপি ?বলো মোরা ঠক ঠক?
তেষ্টায় ছাতি ফাটে জল খাই ঢক ঢক

ঘুম পেলে চোখের পাতা কেন হয় ভারী 
?
অন্য সময়ে  হয়না কেন জানাটা দরকারি
?
সারাক্ষণ এই আজগুবি চিন্তা সব মাথায়
,
এইনিয়ে এরপর শান্তিতে  থাকা যায়
?

No comments:

Post a Comment