আবোলে-তাবোলে "হাঁচির বহর" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
বাপরে এমন হাঁচির বহর কেউ কখনো দেখেছ?
হাঁচতে হাঁচতে কাঁদতে থাকে কেউ কখনো শুনেছ ?
একবার হাঁচি করলে শুরু, বুক কাঁপে দুরু দুরু । শত খানেক হাঁচির পরে,এক দু মিনিট বিশ্রাম করে।
তার পরেতে আবার হাঁচি, দূরে পালাতে পারলে বাঁচি ।
যদি তোমায় পায় বাগে, গায়ের উপরই হাঁচতে লাগে ।
মিহি হাঁচি ফ্যাঁচর ফ্যাঁচর ,জোড়সে হাঁচি যেন হাপর।
হেঁড়ে হাঁচি মেঘের ডাক, তেতে ওঠে মাথার টাক । হাঁচির কোন কারন নাই, পায় যে হাঁচি হাঁচ্ছে তায় ।

No comments:
Post a Comment