প্রশ্ন?
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আয়,
কোথায়?
এদিক পানে,
কেনো যাব ঐখানে?
দেখছিস না ওপাশেতে হচ্ছে জটলা?
মোদের কি? ওসব নিয়ে মোরা কেন উতলা?
জানিস না যারা সাতে পাঁচেনেই গণ্ডগোলে তারাই মরে ?
বুঝেছি কিন্তু ভাবছি আমি, এই ভাবে আর চলবে ক দিন ওরে?
মরলে পরে হবে হৈ চৈ, দলে দলে তখন লাশ নিয়ে চলবে টানাটানি,
কে দেবে মালা? কেদেবে ফুল? কার পতাকায় ঢাকবে লাশ তাই নিয়ে গুলতানি
আয়,
কোথায়?
এদিক পানে,
কেনো যাব ঐখানে?
দেখছিস না ওপাশেতে হচ্ছে জটলা?
মোদের কি? ওসব নিয়ে মোরা কেন উতলা?
জানিস না যারা সাতে পাঁচেনেই গণ্ডগোলে তারাই মরে ?
বুঝেছি কিন্তু ভাবছি আমি, এই ভাবে আর চলবে ক দিন ওরে?
মরলে পরে হবে হৈ চৈ, দলে দলে তখন লাশ নিয়ে চলবে টানাটানি,
কে দেবে মালা? কেদেবে ফুল? কার পতাকায় ঢাকবে লাশ তাই নিয়ে গুলতানি
No comments:
Post a Comment