Saturday, 28 November 2015

অম্য ধ রণের কবিতা--১৮ "হিংসুটে"

হিংসুটে ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
মুখ খানি গোমড়া
,জানি পাকা কুমড়া
পেট হিংসায় ভরতি
, এই হেন মুরতি

সদা জানি ধুঁকছে
, হীন্য মন্যতায় ভুগছে
চিঁ চিঁ সুরে কথা কয়
, কতো বোদ্ধা মনে লয়
হায় রে এ হেন কপাল পোড়া

ভাবে নিজেকে দশের সেরা
 
বেশী তেল ভালো নয়
, পিছ লে যাবার ভয় ,
এতো কভু মিছা নয়
, তেল পেলে খুশী হয়

সবে এসে ম্যাও ধরে
, কিছু তো পাবার তরে
খোশামোদ করে তারা
, এরা সবে ধামা ধরা 
চলে লেজ ফুলিয়ে
,চাওনি টা টেড়িয়ে
চেষ্টা মুখে  দেঁতো হাঁসি
,
কিন্তু দেখায় মড়া  বাসী

মুখ ফ্যাকাসে  এনিমিয়া
,
কি হবে মিথ্যা হাসি দিয়া
?
বুঝবে কিসে এ অভিনয়
?
আদ্য প্রান্ত জানতে তো হয়!
ঘষলে মাজলে অনেকদিন ধরে

পিতল টাও চকচক করে

টাকা দিয়ে সব কেনা যায়
,
প্রতিভা
, স্বতন্ত্রতা কখনই নয়

তাই শুধু না  নকল করে
,
নিজস্ব সৃষ্টি কর না ওরে

টাকা বিনিময়ে মোহিত না করে
,
বাড়াও গুনগ্রাহী  প্রতিভার জোরে

No comments:

Post a Comment