Saturday, 28 November 2015

অন্য ধরণের কবিতা--৩২"প্রশ্ন আমরা হিন্দু না মুশ্লিম ?"

প্রশ্ন- মোরা হিন্দু না মুস্লিম?" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আমরা কেউ নইরে হিন্দু নইরে মুসলমান
,
সকলেই মোরা একজগতে মাতার ই সন্তান

হিন্দু মুসলমানের তকমা কে দিয়াছে মোদের
?
বিভাজনের মুল ভিত্তি শুধু ই যে ধর্মের

মানুষ যখন বন্য ছিলো ধর্ম ছিলোনা
,
তখন এসব নিয়ে তাই দন্দ হোতো না

একসাথে লড়ত সবাই বেঁচে থাকার তরে
,
ধর্মাচারের বিভেদ প্রাচীর ওঠেনি তখন গড়ে

মোদের ই কোনো পুর্ব পুরুষ এই বিভেদের মুলে
,
তখন থেকেই এই বিভাজন আজও আসছে চলে

মানুষ নাকি ক্রমে ক্রমে উন্নত হয়েছে
?
তা হলে আজও কেন এ অসঙ্গতি রয়েছে
?
 ধর্ম, ধর্ম, ধর্ম ?
এতো দুর্বলের বর্ম
তারাই এই বর্ম পরে,
নিজেকে রাখে আড়ালকরে

হিংস্রমুখ কদাকার,
লজ্জাপায় তা দেখা বার

তাইতো এই ভেক ধরে,
সমাজে মাতব্বরি করে

 


No comments:

Post a Comment