প্রশ্ন- মোরা হিন্দু না মুস্লিম?"
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আমরা কেউ নইরে হিন্দু নইরে মুসলমান,
সকলেই মোরা একজগতে মাতার ই সন্তান।
হিন্দু মুসলমানের তকমা কে দিয়াছে মোদের?
বিভাজনের মুল ভিত্তি শুধু ই যে ধর্মের ।
মানুষ যখন বন্য ছিলো ধর্ম ছিলোনা,
তখন এসব নিয়ে তাই দন্দ হোতো না।
একসাথে লড়ত সবাই বেঁচে থাকার তরে,
ধর্মাচারের বিভেদ প্রাচীর ওঠেনি তখন গড়ে।
মোদের ই কোনো পুর্ব পুরুষ এই বিভেদের মুলে,
তখন থেকেই এই বিভাজন আজও আসছে চলে।
মানুষ নাকি ক্রমে ক্রমে উন্নত হয়েছে?
তা হলে আজও কেন এ অসঙ্গতি রয়েছে?
ধর্ম, ধর্ম, ধর্ম ?
এতো দুর্বলের বর্ম।
তারাই এই বর্ম পরে,
নিজেকে রাখে আড়ালকরে।
হিংস্রমুখ কদাকার,
লজ্জাপায় তা দেখা বার।
তাইতো এই ভেক ধরে,
সমাজে মাতব্বরি করে।
আমরা কেউ নইরে হিন্দু নইরে মুসলমান,
সকলেই মোরা একজগতে মাতার ই সন্তান।
হিন্দু মুসলমানের তকমা কে দিয়াছে মোদের?
বিভাজনের মুল ভিত্তি শুধু ই যে ধর্মের ।
মানুষ যখন বন্য ছিলো ধর্ম ছিলোনা,
তখন এসব নিয়ে তাই দন্দ হোতো না।
একসাথে লড়ত সবাই বেঁচে থাকার তরে,
ধর্মাচারের বিভেদ প্রাচীর ওঠেনি তখন গড়ে।
মোদের ই কোনো পুর্ব পুরুষ এই বিভেদের মুলে,
তখন থেকেই এই বিভাজন আজও আসছে চলে।
মানুষ নাকি ক্রমে ক্রমে উন্নত হয়েছে?
তা হলে আজও কেন এ অসঙ্গতি রয়েছে?
ধর্ম, ধর্ম, ধর্ম ?
এতো দুর্বলের বর্ম।
তারাই এই বর্ম পরে,
নিজেকে রাখে আড়ালকরে।
হিংস্রমুখ কদাকার,
লজ্জাপায় তা দেখা বার।
তাইতো এই ভেক ধরে,
সমাজে মাতব্বরি করে।
No comments:
Post a Comment