Aশিশুর সকাল' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
এ সমাজ নিয়েছে কেড়ে
শিশুদের শৈশব কাল,
জন্মেই দেখে শিশু
নেই কোনো শিশুর সকাল,
বড় দেরী হয়ে গেছে
স্নিগ্ধ সকাল ঢাকা পড়েছে
বাস্তবের চড়া রোদ উঠেছে
ইঁদুর দৌড় শুরু হয়েছে
তালের সাথে রাখতে হবে তাল,
তাই আজ বাদ পড়েছে শিশুর সকাল।
তাড়াতাড়ি ছুটতে হবে
নইলে সবেতে পিছিয়ে যাবে
সবেতেই বিশেষ প্রশিক্ষণ দরকার
এক শিক্ষক থেকে অন্যের দোড়ে,
সারা দিনটা কাটবে এমন ঘুরে ঘুরে।
দিনের শেষে ক্লান্ত হয়ে হবে জের বার।
এই ভাবে বড় হবে এটাই হয়েছে হাল,
শিশুর জীবনে আর নেই শিশুর সকাল।
এ সমাজ নিয়েছে কেড়ে
শিশুদের শৈশব কাল,
জন্মেই দেখে শিশু
নেই কোনো শিশুর সকাল,
বড় দেরী হয়ে গেছে
স্নিগ্ধ সকাল ঢাকা পড়েছে
বাস্তবের চড়া রোদ উঠেছে
ইঁদুর দৌড় শুরু হয়েছে
তালের সাথে রাখতে হবে তাল,
তাই আজ বাদ পড়েছে শিশুর সকাল।
তাড়াতাড়ি ছুটতে হবে
নইলে সবেতে পিছিয়ে যাবে
সবেতেই বিশেষ প্রশিক্ষণ দরকার
এক শিক্ষক থেকে অন্যের দোড়ে,
সারা দিনটা কাটবে এমন ঘুরে ঘুরে।
দিনের শেষে ক্লান্ত হয়ে হবে জের বার।
এই ভাবে বড় হবে এটাই হয়েছে হাল,
শিশুর জীবনে আর নেই শিশুর সকাল।
No comments:
Post a Comment