Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-১২ "চলোযাই মানস ভ্রমণে "

মানস ভ্রমন 'তপন কুমার বন্দ্যোপাধ্যায়
বর্ষাস্নাত আষাঢ়ের পড়ন্তবেলায়,
পাড়ি দিনু মানস সায়রে মনের ভেলায়

পার্থিব জগত মাঝে অপরুপ শোভা
,
নিতান্ত পরিব্রাজকআমি নয়কো ধর্মলোভা

ভালোবাসি জগতের যা কিছু সুন্দর
,
চারিপাশে শোভা করি আছে নিরন্তর

হিমালয় শৃঙ্গ হতে  হিমায়িত মেরুতে
,
সবুজ বনানীঞ্চল থেকে সুনীল জলধিতে

প্রকৃতির কোলে বিরাজে অপরুপ সৃষ্টি
,
জীবন সার্থক মম হেরি নয়নাভিরাম দৃষ্টি

উদ্ভিদ বা প্রাণী কুল উভয়ের  মাঝে
,
সৃষ্টির অভিনবত্ব সর্বত্র ই বিরাজে

শহরের কোলাহল জন জীবন ফেলে,
এক ছুটে যাই চলে প্রকৃতির কোলে   

No comments:

Post a Comment