'লাইক দেওয়া' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
(একটু অন্য রকম একটা ছড়া, ছবি ছাড়া )
বসে বসে লাইক মারি।
না কিছু বুঝি, না কিছু পড়ি।
সুন্দরী মুখ দেখলে পরে,
আপনি দেখি লাইক বাড়ে।
ভাবছো এ কেমন কথা ?
যুগের ধর্ম এটাই কেতা।
লোকের নেই ধৈর্য্য এত,
পড়বে লেখা অত শত।
হ্যাঁ ,তাদের লেখা হলে পরে,
মনের ভেতর কেমন করে।
বুঝি না বুঝি! কি এসেই গেলো?
দাও টিক যে লেগেছে ভালো।
কিছু প্রশ্ন করলে পরে,
থত মত খাবেই যেরে।
ভাবছ লিখছি যা ইচ্ছে তাই,
খোঁজ নিয়েই দেখনা ভাই।
বড় বড় ভাবের কথা,
বুঝব আমি সে জ্ঞান কোথা?
থাকলে ভালো বাসার কথা,
অন্তরে যে পৌঁছবেই তা।
হৃদয়ের জ্বালা পোড়ার কথা,
কিম্বা অসহ বিরহ ব্যাথা।
ইনিয়ে বিনিয়ে বললে পরে,
সকলের তা মনে ধরে।
আকাশ বাতাস জোছনার আলো,
কবিতাতে বেশ মানায় ভালো।
ঝরে পড়া ফুল আর পাতা,
বোঝাতে লাগে প্রেমের ব্যাথা।
পাহার ,নদী, সাগর পারে,
প্রেমের কথাই মনে ধরে।
এখন আবার সোজা ভাষায়,
গোপন কথাও বলে দেওয়া যায়।
তাইতো বলি যুগের ধর্ম,
লাইক মারাই আসল কর্ম।
কমেন্টস দিতে পড়তে হবে,
বুঝলে পরে তবেই দেবে।
(একটু অন্য রকম একটা ছড়া, ছবি ছাড়া )
বসে বসে লাইক মারি।
না কিছু বুঝি, না কিছু পড়ি।
সুন্দরী মুখ দেখলে পরে,
আপনি দেখি লাইক বাড়ে।
ভাবছো এ কেমন কথা ?
যুগের ধর্ম এটাই কেতা।
লোকের নেই ধৈর্য্য এত,
পড়বে লেখা অত শত।
হ্যাঁ ,তাদের লেখা হলে পরে,
মনের ভেতর কেমন করে।
বুঝি না বুঝি! কি এসেই গেলো?
দাও টিক যে লেগেছে ভালো।
কিছু প্রশ্ন করলে পরে,
থত মত খাবেই যেরে।
ভাবছ লিখছি যা ইচ্ছে তাই,
খোঁজ নিয়েই দেখনা ভাই।
বড় বড় ভাবের কথা,
বুঝব আমি সে জ্ঞান কোথা?
থাকলে ভালো বাসার কথা,
অন্তরে যে পৌঁছবেই তা।
হৃদয়ের জ্বালা পোড়ার কথা,
কিম্বা অসহ বিরহ ব্যাথা।
ইনিয়ে বিনিয়ে বললে পরে,
সকলের তা মনে ধরে।
আকাশ বাতাস জোছনার আলো,
কবিতাতে বেশ মানায় ভালো।
ঝরে পড়া ফুল আর পাতা,
বোঝাতে লাগে প্রেমের ব্যাথা।
পাহার ,নদী, সাগর পারে,
প্রেমের কথাই মনে ধরে।
এখন আবার সোজা ভাষায়,
গোপন কথাও বলে দেওয়া যায়।
তাইতো বলি যুগের ধর্ম,
লাইক মারাই আসল কর্ম।
কমেন্টস দিতে পড়তে হবে,
বুঝলে পরে তবেই দেবে।
No comments:
Post a Comment