Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-৫ "অভিমত"

'একটা অভিমত' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
এটা কোন কবিতা নয়
,এটা একান্ত আমার অভিমত -শ্লীলতা-অশ্লীলতা নিয়ে
আজকাল কবিতার মোড়কে সবকিছু অবলীলাক্রমে বলে দেওয়া যায়
,
নইলে নাকি আধুনিক কবিতা হয়না

অতি আধুনিকতায় কিছুই গোপন রাখা যায়না

কারণ আমরা তো সবই জানি
,তবে কেন গোপনীয়তা ?
কেন বেড়াজাল
? কি প্রয়োজন এত সাবধানতা?
সত্যি কি তাই
? এটাই আমরা চাই?
তাহলে চলোনা ফিরে যাই আদিমযুগে
,
থাকবেনা কোন আভরণ
,সংকোচ,বাধ্যবাধকতা

আর পাঁচটা প্রাকৃতিক পশুর মতন
,
থাকবো আমরাও উলঙ্গ
, নিরাভরণ ,
যেখানে নেই কোনো সম্পর্কের বন্ধন

সবাই আলাদা স্বাধীন সে জীবন

আমাদের তো সবই জানা
,আড়ালের কি দরকার?
এটাই নাকি দাবী
? আজকের সভ্যতার!
তাই কবিতার ছত্রে ছত্রে এসেছে নগ্নতা
,
জন্ম নিচ্ছে নতুন করে হিংস্র পাশবিকতা

বিদ্গদ্ধজন বলবেন শিক্ষার প্রসারতা
,
নিয়ন্ত্রনহীন
? সেটাই তো আসল উদারতা

সম্পর্কের নিষেধ বাধা
, এগুলোতো সৃষ্টিকরা,
আরোপিত কি দরকার এগুলো মান্য করার
?
সমাজ
,সভ্যতা এগুলোর সংজ্ঞা বদলে গেছে,
এখন সবই অবারিত সেই যুগ এসেছে

আমরা যারা প্রাচীন পন্থী মনে নানা সংষ্কার
,
তাদের দিন শেষ
, এসেছে সময় এদের চলেযাবার

No comments:

Post a Comment