'একটা অভিমত' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
এটা কোন কবিতা নয়,এটা একান্ত আমার অভিমত -শ্লীলতা-অশ্লীলতা নিয়ে।
আজকাল কবিতার মোড়কে সবকিছু অবলীলাক্রমে বলে দেওয়া যায়,
নইলে নাকি আধুনিক কবিতা হয়না।
অতি আধুনিকতায় কিছুই গোপন রাখা যায়না।
কারণ আমরা তো সবই জানি,তবে কেন গোপনীয়তা ?
কেন বেড়াজাল? কি প্রয়োজন এত সাবধানতা?
সত্যি কি তাই? এটাই আমরা চাই?
তাহলে চলোনা ফিরে যাই আদিমযুগে,
থাকবেনা কোন আভরণ,সংকোচ,বাধ্যবাধকতা।
আর পাঁচটা প্রাকৃতিক পশুর মতন,
থাকবো আমরাও উলঙ্গ, নিরাভরণ ,
যেখানে নেই কোনো সম্পর্কের বন্ধন।
সবাই আলাদা স্বাধীন সে জীবন।
আমাদের তো সবই জানা,আড়ালের কি দরকার?
এটাই নাকি দাবী? আজকের সভ্যতার!
তাই কবিতার ছত্রে ছত্রে এসেছে নগ্নতা,
জন্ম নিচ্ছে নতুন করে হিংস্র পাশবিকতা।
বিদ্গদ্ধজন বলবেন শিক্ষার প্রসারতা,
নিয়ন্ত্রনহীন? সেটাই তো আসল উদারতা।
সম্পর্কের নিষেধ বাধা, এগুলোতো সৃষ্টিকরা,
আরোপিত কি দরকার এগুলো মান্য করার ?
সমাজ,সভ্যতা এগুলোর সংজ্ঞা বদলে গেছে,
এখন সবই অবারিত সেই যুগ এসেছে।
আমরা যারা প্রাচীন পন্থী মনে নানা সংষ্কার,
তাদের দিন শেষ, এসেছে সময় এদের চলেযাবার।
এটা কোন কবিতা নয়,এটা একান্ত আমার অভিমত -শ্লীলতা-অশ্লীলতা নিয়ে।
আজকাল কবিতার মোড়কে সবকিছু অবলীলাক্রমে বলে দেওয়া যায়,
নইলে নাকি আধুনিক কবিতা হয়না।
অতি আধুনিকতায় কিছুই গোপন রাখা যায়না।
কারণ আমরা তো সবই জানি,তবে কেন গোপনীয়তা ?
কেন বেড়াজাল? কি প্রয়োজন এত সাবধানতা?
সত্যি কি তাই? এটাই আমরা চাই?
তাহলে চলোনা ফিরে যাই আদিমযুগে,
থাকবেনা কোন আভরণ,সংকোচ,বাধ্যবাধকতা।
আর পাঁচটা প্রাকৃতিক পশুর মতন,
থাকবো আমরাও উলঙ্গ, নিরাভরণ ,
যেখানে নেই কোনো সম্পর্কের বন্ধন।
সবাই আলাদা স্বাধীন সে জীবন।
আমাদের তো সবই জানা,আড়ালের কি দরকার?
এটাই নাকি দাবী? আজকের সভ্যতার!
তাই কবিতার ছত্রে ছত্রে এসেছে নগ্নতা,
জন্ম নিচ্ছে নতুন করে হিংস্র পাশবিকতা।
বিদ্গদ্ধজন বলবেন শিক্ষার প্রসারতা,
নিয়ন্ত্রনহীন? সেটাই তো আসল উদারতা।
সম্পর্কের নিষেধ বাধা, এগুলোতো সৃষ্টিকরা,
আরোপিত কি দরকার এগুলো মান্য করার ?
সমাজ,সভ্যতা এগুলোর সংজ্ঞা বদলে গেছে,
এখন সবই অবারিত সেই যুগ এসেছে।
আমরা যারা প্রাচীন পন্থী মনে নানা সংষ্কার,
তাদের দিন শেষ, এসেছে সময় এদের চলেযাবার।
No comments:
Post a Comment