ঢাক বাজিয়ে
' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
শহরে এসেছি বাজাতে ঢাক,
জুটলে পয়সা কিনবো পোষাক।
ছেলে বৌ আছে আশা করে,
কবে লাগাদ ফিরবো ঘরে।
কপাল যদি থাকে ভালো,
বাজনার বরাত জুটে গেলো।
নইলে ফিরবো খালি হাতে,
উপার্জন নেই কপালেতে।
অন্য সময় চাষের মাঠে,
মোদের সবাই কিষেন খাটে।
বছর ভরের এইটি আশা,
পুজোর পাওনাই বড় ভরসা।
যদি তেমন বরাত পাই,
দুরেও বাজাতে মোরা যাই।
মোদের ঘরের ছেলে পুলে,
বাজনা বাজাই সবাই মিলে।
কেঊবা ঢাক কেঊবা কাঁশি,
এই বাজাতেই শহরে আসি।
আমরা হেথায় আছি পড়ে,
বৌ,বাবা মা সব আছেনঘরে।
শহরে এসেছি বাজাতে ঢাক,
জুটলে পয়সা কিনবো পোষাক।
ছেলে বৌ আছে আশা করে,
কবে লাগাদ ফিরবো ঘরে।
কপাল যদি থাকে ভালো,
বাজনার বরাত জুটে গেলো।
নইলে ফিরবো খালি হাতে,
উপার্জন নেই কপালেতে।
অন্য সময় চাষের মাঠে,
মোদের সবাই কিষেন খাটে।
বছর ভরের এইটি আশা,
পুজোর পাওনাই বড় ভরসা।
যদি তেমন বরাত পাই,
দুরেও বাজাতে মোরা যাই।
মোদের ঘরের ছেলে পুলে,
বাজনা বাজাই সবাই মিলে।
কেঊবা ঢাক কেঊবা কাঁশি,
এই বাজাতেই শহরে আসি।
আমরা হেথায় আছি পড়ে,
বৌ,বাবা মা সব আছেনঘরে।

No comments:
Post a Comment