সেলের ঠেল'
তপন কুমার বন্দ্যোপধ্যায়
সেল সেল চিৎকার হাঁকে চারি ধারে,
ঢাঁই করা হরেক মাল রাস্তার দু পাড়ে।
প্রাণপন তার স্বরে সকলে চেঁচায়,
লোকজনে ভীড়ে ঠাসা পথ চলা দায়।
বুঝিনা হঠাৎ করে বছরের শেষে,
কোথা থেকে সস্তায় এতো মাল আসে?
কেউ বলে দোকানের পড়ে থাকা মাল,
বেচে বুচে সাফ করতে অভিনব চাল।
খোঁজ নিয়ে জেনেছি,এটা ঠিক নয়,
সেলের জন্য ই আলাদা তৈরী হয়।
বছর ধরে তৈরী করে এই সব মাল,
গ্যারাণ্টি ছাড়া হুজুগে বিকোনোর তাল।
এ জিনিসের গুন গত ভরসা নেই কোনো,
দামের ছাড়ে খদ্দের টানা, কিনে পস্তানো।
এটাতে ছাড় ওটাতে ছাড় চলছে সারা বছর,
কোথায় কে কি দিচ্ছে কে রাখে খবর?
সেলার মাসে আজকে শেষ রবিবার,
ধাক্কায় প্রান যায় জীবনের জের বার।
পথে বেরুনো ঝক্কি ভারি মাল কেনাতো আরো,
এমন ভীড়ে পকেট মারের হোয়েছে পোয়া বারো।
সেল সেল চিৎকার হাঁকে চারি ধারে,
ঢাঁই করা হরেক মাল রাস্তার দু পাড়ে।
প্রাণপন তার স্বরে সকলে চেঁচায়,
লোকজনে ভীড়ে ঠাসা পথ চলা দায়।
বুঝিনা হঠাৎ করে বছরের শেষে,
কোথা থেকে সস্তায় এতো মাল আসে?
কেউ বলে দোকানের পড়ে থাকা মাল,
বেচে বুচে সাফ করতে অভিনব চাল।
খোঁজ নিয়ে জেনেছি,এটা ঠিক নয়,
সেলের জন্য ই আলাদা তৈরী হয়।
বছর ধরে তৈরী করে এই সব মাল,
গ্যারাণ্টি ছাড়া হুজুগে বিকোনোর তাল।
এ জিনিসের গুন গত ভরসা নেই কোনো,
দামের ছাড়ে খদ্দের টানা, কিনে পস্তানো।
এটাতে ছাড় ওটাতে ছাড় চলছে সারা বছর,
কোথায় কে কি দিচ্ছে কে রাখে খবর?
সেলার মাসে আজকে শেষ রবিবার,
ধাক্কায় প্রান যায় জীবনের জের বার।
পথে বেরুনো ঝক্কি ভারি মাল কেনাতো আরো,
এমন ভীড়ে পকেট মারের হোয়েছে পোয়া বারো।

No comments:
Post a Comment