Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসা ঠাসি- "সব জান্তা"

'সব জান্তা' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
লিক লিকে ব্যাচাদা ,খুঁতখুঁতে ভারি,
সবেতেই গলায় নাক
, মারে সরদারি

কেউ বলে পটল চাঁদ
,কেউ বলে টেনি দা,
সব কিছু শুনলেও গায়েতে মাখেনা তা

সব কিছু জানা তার
, বিশ্বটা পকেটে
বলে দেবে ফট করে
, ‌কি থেকে কি ঘটে?
এমন বিষয় নেই
, যা তার অজানা
সবেতেই যুক্ত
, তা যবেই ঘটুক না

ইতিহাস
,বিজ্ঞান,ভূগোল কি সাহিত্য,
ঝটপট উত্তর
, সবেতেই চোস্ত

আইনস্টাইন
,বিটোফেন, হিটলার কি রবীন্দ্রনাথ?
সকলের সাথেই তিনি কাটিয়েছেন বহু রাত!
 তখন না জন্মালেও
, তাতে  কিবা আসে যায়?
গত জন্মের কথা
, আছে ঠাসা, তাঁর মাথায়

(মেয়ের পেন্সিল স্কেচ দেখে
,আপনাদের অনুপ্রেরণায় ,আমার ও পেন্সিল স্কেচ করার ইচ্ছা হোলো, তাই এবার পেন্সিলের আঁকা দিলাম ) 

No comments:

Post a Comment