শৈশবে'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
মনে পড়ে শৈশবে মোরা একসাথে খেলেছি,
রেগে গেলে কত দিন চুল ধরে তোর টেনেছি।
তুই আমার উপর রাগলে পড়ে,
দুমাদুম কিল চড় দিতি মেরে।
রাগ পড়লে আবার সবে একসাথে খেলেছি,
এইভাবেই আমরা সবাই একসাথে ই থেকেছি।
পুজোর সময় মোরা বেলুন কিনে খেলেছি,
একসাথে লজেন্স কিনে ভাগ করে খেয়েছি।
একসাথে পিন্টু,গাদি,এক্কা দোক্কা খেলেছি,
লুকোচুরি, ডাণ্ডাগুলি,জলে সাঁতার কেটেছি।
একজনের অসুখ হলে অন্য জনেও ভেবেছি,
এইভাবে এক পাড়াতে বড় মোরা হয়েছি।
ছিলাম মোরা খেলার সাথী, বন্ধু ছিলাম মোরা,
সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে রাখতাম পাড়া।
ছেলে মেয়ে আলাদা বলে ভাবিনি কোনদিন,
মোদের মাঝে বন্ধুত্ব সদা ছিলো অমলিন ।
আজো মোদের পরস্পরের দেখা হলে পরে,
শৈশবের সে সব কথা কেব লি মনে পড়ে।
আজ মোদের উভয়ের বয়স গেছে বেড়ে,
নানা ভাবে জড়িয়ে আছি সকলেই সংসারে।
মনে পড়ে শৈশবে মোরা একসাথে খেলেছি,
রেগে গেলে কত দিন চুল ধরে তোর টেনেছি।
তুই আমার উপর রাগলে পড়ে,
দুমাদুম কিল চড় দিতি মেরে।
রাগ পড়লে আবার সবে একসাথে খেলেছি,
এইভাবেই আমরা সবাই একসাথে ই থেকেছি।
পুজোর সময় মোরা বেলুন কিনে খেলেছি,
একসাথে লজেন্স কিনে ভাগ করে খেয়েছি।
একসাথে পিন্টু,গাদি,এক্কা দোক্কা খেলেছি,
লুকোচুরি, ডাণ্ডাগুলি,জলে সাঁতার কেটেছি।
একজনের অসুখ হলে অন্য জনেও ভেবেছি,
এইভাবে এক পাড়াতে বড় মোরা হয়েছি।
ছিলাম মোরা খেলার সাথী, বন্ধু ছিলাম মোরা,
সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে রাখতাম পাড়া।
ছেলে মেয়ে আলাদা বলে ভাবিনি কোনদিন,
মোদের মাঝে বন্ধুত্ব সদা ছিলো অমলিন ।
আজো মোদের পরস্পরের দেখা হলে পরে,
শৈশবের সে সব কথা কেব লি মনে পড়ে।
আজ মোদের উভয়ের বয়স গেছে বেড়ে,
নানা ভাবে জড়িয়ে আছি সকলেই সংসারে।


No comments:
Post a Comment