পেশা আর নেশা,' তপন
কুমার বন্দ্যোপাধ্যায়
অর্থ চাই, নিশ্চয়, প্রয়জনীয়তাও আছে,
এরপিছনে ছুটতে বাঁধা পোরোনা তার কাছে।
সখ,আহ্লাদ, নিজস্বতা জলাঞ্জলি দিয়ে,
রইলে পড়ে সারা জীবন উপার্জন নিয়ে।
নিজের মনের সু প্রবৃত্তির গলা টিপে ধরে।
ছুটও না যা চায়না মন তার পিছনে ওরে।
অন্তরের পবিত্র সুকুমারীয় প্রবৃত্তি,
জাগিয়ে তোলো সযতনে ইহাই আকুতি।
টাকার কুমীর হতেই হবে এমন কথা নয়,
স্বল্প উপার্জ্জনে ও সংসার অনেক সুখের হয়।
চাহিদা তো জীবনভোর সবার থেকেই যাবে,
আশা সব পুর্ণ হবে তার কথা কে দেবে?
খাওয়া ,পড়া, অসুখবিসুখ সবেতেই চাই অর্থ,
সেটুকুকে মেনে নিতেই হবে যেটা তোমার সামর্থ্য ।
উচ্চাশা অনেক সময় বিপদ ডেকে আনে,
আমার আপত্তিটা ঠিক সেই খানে।
অর্থ চাই, নিশ্চয়, প্রয়জনীয়তাও আছে,
এরপিছনে ছুটতে বাঁধা পোরোনা তার কাছে।
সখ,আহ্লাদ, নিজস্বতা জলাঞ্জলি দিয়ে,
রইলে পড়ে সারা জীবন উপার্জন নিয়ে।
নিজের মনের সু প্রবৃত্তির গলা টিপে ধরে।
ছুটও না যা চায়না মন তার পিছনে ওরে।
অন্তরের পবিত্র সুকুমারীয় প্রবৃত্তি,
জাগিয়ে তোলো সযতনে ইহাই আকুতি।
টাকার কুমীর হতেই হবে এমন কথা নয়,
স্বল্প উপার্জ্জনে ও সংসার অনেক সুখের হয়।
চাহিদা তো জীবনভোর সবার থেকেই যাবে,
আশা সব পুর্ণ হবে তার কথা কে দেবে?
খাওয়া ,পড়া, অসুখবিসুখ সবেতেই চাই অর্থ,
সেটুকুকে মেনে নিতেই হবে যেটা তোমার সামর্থ্য ।
উচ্চাশা অনেক সময় বিপদ ডেকে আনে,
আমার আপত্তিটা ঠিক সেই খানে।
No comments:
Post a Comment