Monday, 23 November 2015

আবোলে তাবোলে-১২ "ম ন্ত্রীও যাদুকর-১"

আবোলে-তাবোলে "মন্ত্রী ও যাদুকর   -১" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
মাঝ রাতে চেচিঁয়ে ওঠেন কেষ্টপুরের রাজা,
নিয়ে এসো একশ লুচি
,একশ মাছ ভাজা

যে কোনো মাছ চলবে নাকো ইলিশ মাছ ই চাই
,
মন্ত্রী ভাবেন এই রাত দুপুরে কোথায় পাবেন তাই
?
হঠাত হাজির এক যাদুকর
,তিনি এসে বলেন,
এই মুশকিল আসান কিসে তিনি শুধু জানেন

দক্ষিণা হিসাবে চাই শুধু দশ সহস্র মোহর
,
পেলেই তিনি দেখয়ে দেবেন ইন্দ্রজালের বহর

মন্ত্রী রাজী হতেই খেলা হয়ে গেলো শুরু
,
ভয়েতে কাঁপেন তিনি বুক করে দুরু দুরু

যাদুকর যায় রাজার কাছে মন্ত্র পড়ার ছলে
,
 রাজাকে খাওয়ান কিছু একটা শিশি খুলে

রাজা তখন ঘুমিয়ে সেথায় পড়েন ঢুলে ঢুলে
'
ঘুম ভাঙতেই চাহিদাটা একদম গেলেন ভুলে

যাদুকর মন্ত্রীর কাছে চাইলেন বখশিস
,
মন্ত্রী হাঁকায় ফাঁকি দিয়ে ইনাম চাইছিস
?
রাজার মুখে লুকিয়ে তুই কি দিলি ঢেলে
?
ভাগ্য ভালো এখনো তোকে চড়াইনিকো শূলে
যাদুকর বেজার মুখে যাবার সময় বলেন
,
সমস্যাটা মিটিয়ে দিলাম সেটা ভুলে গেলেন
?
যাদুকর যাবার কালে রাজার পায়ে করেণ প্রণাম

বলেন রাজা মশাই থাকুন ভালো আজ আমি এলাম

পরে কি ঘটে ছিলো
?আছে পরের কবিতায়,
দুদিন বাদেই পাবে দেখো নজর না এড়ায়



No comments:

Post a Comment