শুভ ঈদ'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
শুভ ঈদ শান্তির আহ্বান,
আমরা এক হিন্দু মুসলমান।
ধর্ম মোদের হোক না ভিন্ন,
হ'বনা মোরা কভু বিচ্ছিন্ন।
অন্তরে মোদের খোদা আর হরি,
এই ধরনীতে মোরা জন্মাই ও মরি।
একই, আকাশ, একই বাতাস একই সূর্য্যের আলো,
চিরদিনযেন থাকি একসাথে বাসি পরস্পরকে ভালো।
শুভ ঈদ শান্তির আহ্বান,
আমরা এক হিন্দু মুসলমান।
ধর্ম মোদের হোক না ভিন্ন,
হ'বনা মোরা কভু বিচ্ছিন্ন।
অন্তরে মোদের খোদা আর হরি,
এই ধরনীতে মোরা জন্মাই ও মরি।
একই, আকাশ, একই বাতাস একই সূর্য্যের আলো,
চিরদিনযেন থাকি একসাথে বাসি পরস্পরকে ভালো।
No comments:
Post a Comment