Saturday, 28 November 2015

অন্য ধরণের কবিতা- ১৫ "ধ ন তেরাস"

ধন তেরাস ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ধন তেরাস ধন তেরাস
,
ছুটছে সকলে উর্দ্ধশ্বাস

 সোনা রুপা ধাতু কিনলে পরে
,
  দেব অনুগ্রহ পাবেই যেরে

দেব কৃপা লাভের  তরে
,
 দোকানে ভীড় উপচে পড়ে

ছোট বেলায় এসব দেখিনি
,
এ উৎসবের নাম শুনিনি

এখন হিড়িক ঘরে ঘরে
,
লোক তাই হামলে পড়ে

আগে দেখতাম ঘরে ঘরে
,
সন্তোষী মার ব্রত পালন করে

সারা বছর  এই ব্রত র পালন
,
তখন ছিলো এই পুজার চলন

এখন মোড়ের মাথায় গাছের তলায়

বারে বারে নানান পুজো দেখা যায়

আগেছিলো চৌদ্দ শাক চৌদ্দ বাতি,
জ্বলত বাতি উজ্জ্বল ত্রয়োদশীর রাতি

ছোট থেকে এই দেখছি
,
এর কথাই শুনে এসেছি

আগে অন্য রাজ্যে হয়তো ছিলো,
এনারা এখন এরাজ্যে  এলো

তালার সাথে দিচ্ছি তাল,
সারা রাজ্যে তাই টালমাটাল


No comments:

Post a Comment