সুন্দর বনের জীবনযাত্রা'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ডাঙ্গায় বাঘ, জলেতে কুমির।
প্রাণ ভয়ে তাই সদা অস্থির।
তবুও তো হায়,
পেটের যে দায়,
তাই থাকি হেথা পড়ে,
মধু সংগ্রহে জঙ্গলেতে যায়,
মানুষ খেকো বাঘে ধরে খায় ।
অকালেতে যায় কত প্রাণ ঝড়ে।
মাছ, কাঁকড়া ধরে,কিছু আয় করে,
কোন মতে দিন চলে,
জল,ঝড়,বানে, জলের প্লাবনে,
ঘর বাড়ি রসাতলে।
জঙ্গল ছেড়ে ,আছি মোরা দূরে ,
তবু রক্ষা কি ষোল আনা?
খাদ্যের খোঁজে, প্রায় মাঝে মাঝে,
বাঘে দেয় হেথা হানা।
মোহনার পাড়ে ,যারা মীন ধরে,
তারাও সদাই ত্রস্ত,
অসতর্ক হলে, টেনে নেবে জলে,
কুমির যে মস্ত মস্ত।
সুন্দর বনে, আসুন ভ্রমনে,
কি বা অপরুপ শোভা!
দুর্গম গ্রামে, আছি যে কেমনে?
খবর রাখিবে কেবা?
(আলোকচিত্র সৌজন্যে শ্রী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় )
ডাঙ্গায় বাঘ, জলেতে কুমির।
প্রাণ ভয়ে তাই সদা অস্থির।
তবুও তো হায়,
পেটের যে দায়,
তাই থাকি হেথা পড়ে,
মধু সংগ্রহে জঙ্গলেতে যায়,
মানুষ খেকো বাঘে ধরে খায় ।
অকালেতে যায় কত প্রাণ ঝড়ে।
মাছ, কাঁকড়া ধরে,কিছু আয় করে,
কোন মতে দিন চলে,
জল,ঝড়,বানে, জলের প্লাবনে,
ঘর বাড়ি রসাতলে।
জঙ্গল ছেড়ে ,আছি মোরা দূরে ,
তবু রক্ষা কি ষোল আনা?
খাদ্যের খোঁজে, প্রায় মাঝে মাঝে,
বাঘে দেয় হেথা হানা।
মোহনার পাড়ে ,যারা মীন ধরে,
তারাও সদাই ত্রস্ত,
অসতর্ক হলে, টেনে নেবে জলে,
কুমির যে মস্ত মস্ত।
সুন্দর বনে, আসুন ভ্রমনে,
কি বা অপরুপ শোভা!
দুর্গম গ্রামে, আছি যে কেমনে?
খবর রাখিবে কেবা?
(আলোকচিত্র সৌজন্যে শ্রী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় )


No comments:
Post a Comment