শহরায়ন'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
গ্রামের কোণে,সে দিক পানে।
মাঠের ধারে,পুকুর পাড়ে।
তালের গাছে,কোটর আছে।
তার ভিতরে,বাচ্চা পাড়ে।
হুতোম প্যাঁচায়,রাতে চ্যাঁচায়।
দিন দুপুরে,ঘুমায় যেরে।
দুষ্টু ছেলে,টেড়টি পেলে।
বিরক্ত করে,তাড়িয়ে ছাড়ে।
এমনি করে,ধীরে ধীরে,
অনেক কিছু গেছে দূরে,
খুঁজলেও পাবেনা তারে।
শহরায়নের পাল্লায় পরে,
গাছপালা সব গেছে যেরে।
পশুপাখি আজ বিলুপ্ত প্রায়,
দু চারটে হাতে গোনা যায়।
এখন ও না সতর্ক হলে,
এগুলো সব যাবে চলে।
লোক বেড়েছে দিনেদিনে,
টান পড়েছে তাই বাসস্থানে।
সবুজায়নের বিনাশতা,
শহরায়নের সভ্যতা ।
গ্রামের কোণে,সে দিক পানে।
মাঠের ধারে,পুকুর পাড়ে।
তালের গাছে,কোটর আছে।
তার ভিতরে,বাচ্চা পাড়ে।
হুতোম প্যাঁচায়,রাতে চ্যাঁচায়।
দিন দুপুরে,ঘুমায় যেরে।
দুষ্টু ছেলে,টেড়টি পেলে।
বিরক্ত করে,তাড়িয়ে ছাড়ে।
এমনি করে,ধীরে ধীরে,
অনেক কিছু গেছে দূরে,
খুঁজলেও পাবেনা তারে।
শহরায়নের পাল্লায় পরে,
গাছপালা সব গেছে যেরে।
পশুপাখি আজ বিলুপ্ত প্রায়,
দু চারটে হাতে গোনা যায়।
এখন ও না সতর্ক হলে,
এগুলো সব যাবে চলে।
লোক বেড়েছে দিনেদিনে,
টান পড়েছে তাই বাসস্থানে।
সবুজায়নের বিনাশতা,
শহরায়নের সভ্যতা ।

No comments:
Post a Comment