জীবনের সংগ্রাম'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
রেল লাইনের ওই পাড়ে,
ঝুপড়িগুলোর ই একটি ঘরে ।
ভোরের আলো ফোটার আগে,
অসুস্থ বউ টি ঘুম থেকে জাগে।
জাগায় বছর আটের শীর্ণ ছেলে টাকে,
সকাল সকাল সাজাতে হবে তাকে,
নানা রকম বহুরুপীর বেশে ,
ভাল্লুক,শিব, রাম সাজবে সে।
ট্রেণে, ট্রেণে ঘুরে,
ভিক্ষামেগে ফেরে।
যে টুকু পায় যেরে,
মাকেই দেয় ধরে।
এতেই কষ্টে সংসার চলে,
বাবা তাদের গেছে ফেলে।
আছে অন্য কোন খানে,
খোঁজেনা, কোথায় কে জানে?
বস্তির অন্য ঘরের মাধাই,
সবেতে ওস্তাদ পেশা ভিক্ষাই।
বয়স দশ এগারোর ধারে,
ছিঁচকে চুরি,পকেট মারি ও করে।
সে তার উপার্জনের টাকায়,
মদ গাঁজা আর ড্রাগ খায়।
ধ রেছে পাতার নেশা,
এ যে ভীষণ সর্বনাশা ।
এক স্থানে জ্বলছে প্রদীপ,তার নীচেতে অন্ধকার,
কেউ ওড়ায় নেশার জগতে, কেঊ চালায় সংসার।
ভাই বোন আর মায়ের মুখেতে জোটাতে খুদায় অন্ন,
শিশুকাল থেকে ভেক ধরেছে সে উপার্জনের জন্য।
পাড়াতেও দেখি একই চিত্র, মা ঘরে খেটে মরে,
ছেলে, মেয়ে সব ফুটানি মেরে দামী বাইক চড়ে।
নিত্য নতুন নামী দামী ফোন,কোথা থেকে টাকা পায়?
বাবা খেটে মরে রোজগার তরে,সন্তানে তা ওড়ায়।
রেল লাইনের ওই পাড়ে,
ঝুপড়িগুলোর ই একটি ঘরে ।
ভোরের আলো ফোটার আগে,
অসুস্থ বউ টি ঘুম থেকে জাগে।
জাগায় বছর আটের শীর্ণ ছেলে টাকে,
সকাল সকাল সাজাতে হবে তাকে,
নানা রকম বহুরুপীর বেশে ,
ভাল্লুক,শিব, রাম সাজবে সে।
ট্রেণে, ট্রেণে ঘুরে,
ভিক্ষামেগে ফেরে।
যে টুকু পায় যেরে,
মাকেই দেয় ধরে।
এতেই কষ্টে সংসার চলে,
বাবা তাদের গেছে ফেলে।
আছে অন্য কোন খানে,
খোঁজেনা, কোথায় কে জানে?
বস্তির অন্য ঘরের মাধাই,
সবেতে ওস্তাদ পেশা ভিক্ষাই।
বয়স দশ এগারোর ধারে,
ছিঁচকে চুরি,পকেট মারি ও করে।
সে তার উপার্জনের টাকায়,
মদ গাঁজা আর ড্রাগ খায়।
ধ রেছে পাতার নেশা,
এ যে ভীষণ সর্বনাশা ।
এক স্থানে জ্বলছে প্রদীপ,তার নীচেতে অন্ধকার,
কেউ ওড়ায় নেশার জগতে, কেঊ চালায় সংসার।
ভাই বোন আর মায়ের মুখেতে জোটাতে খুদায় অন্ন,
শিশুকাল থেকে ভেক ধরেছে সে উপার্জনের জন্য।
পাড়াতেও দেখি একই চিত্র, মা ঘরে খেটে মরে,
ছেলে, মেয়ে সব ফুটানি মেরে দামী বাইক চড়ে।
নিত্য নতুন নামী দামী ফোন,কোথা থেকে টাকা পায়?
বাবা খেটে মরে রোজগার তরে,সন্তানে তা ওড়ায়।

No comments:
Post a Comment