Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-১১ "ছেড়া খাতায়"

ছেঁড়া খাতায়' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ছেঁড়া সব খাতাতে
,
ভরা শুধু লেখাতে

কিছু কিছু  খুঁজে পাই
,
 এঁকে পোষ্ট করি তাই
 
আধুনিক কবিতা
,
মাথায় আসেনা তা

কি যে লিখি হিজি বিজি
?
 আমি ও কি সব বুঝি
?
কিছু মজা পেতে তাই
,
লিখে এঁকে মন ভরাই

মানদণ্ডের মাপ কাঠিতে
,
এ লেখার ঠাঁই তলানিতে

 

No comments:

Post a Comment