আবোলে-তাবোলেঃ পাত্রী ভালোই
গঙ্গারামের হোলো বিয়ে,
পাত্রী ভালোই একটু ইয়ে, হাঁটতে পারেনা ঠ্যাঙটা বাঁকা,
গলার স্বরটা বড়ই ন্যাকা ।
রাত কানা সে কপালদোযে। গায়ের রঙ অন্ধকারে মেশে। গঠনটাঠিককাঠেরপুতুল, হাতে পায়ে নেইকো আঙুল। বাবা,মাএখনজেলে, মাঝে মাঝে দেখা মেলে। ছাড়াথাকলেইএমনকান্ডকরে, পুলিশধরেজেলেভরে। তাইতো এদের সবাই চেনে, গুস্টিসুদ্ধ জেলে ঘানি টানে। সন্দেহ কেন রাখছো মনে ?
পাত্রী ভালোই একটু ইয়ে, হাঁটতে পারেনা ঠ্যাঙটা বাঁকা,
গলার স্বরটা বড়ই ন্যাকা ।
রাত কানা সে কপালদোযে। গায়ের রঙ অন্ধকারে মেশে। গঠনটাঠিককাঠেরপুতুল, হাতে পায়ে নেইকো আঙুল। বাবা,মাএখনজেলে, মাঝে মাঝে দেখা মেলে। ছাড়াথাকলেইএমনকান্ডকরে, পুলিশধরেজেলেভরে। তাইতো এদের সবাই চেনে, গুস্টিসুদ্ধ জেলে ঘানি টানে। সন্দেহ কেন রাখছো মনে ?
যাওনা ওদের গ্রামের পানে ।


No comments:
Post a Comment