Monday, 23 November 2015

আবোলে তাবোলে -১৩"ম্নত্রী ও যাদুকর -২"

আবোলে-তাবোলে "মন্ত্রী ও যাদুকর   -২" তপন কুমার বন্দ্যোপাধ্যায়

প্রণামের আছিলায় মাখালেন রাজার পায়ে  তেল,
চলে যেতেই যাদুকর
,বাদে শুরু হোলো খেল

রাজা লাফান বাঁচাও
,বাঁচাও,সারা শরীর জ্বলছে,
মন্ত্রীকে মারতে ওঠেন
, বলেন এই সব করেছে

মন্ত্রী বলেন আমিনা হুজুর সব যাদুকরের খেলা
,
ব্যাটাকে পেলে শূলে চড়াবো বুঝবে তখন ঠেলা

হঠাত সেথায় হাজির এক থুড়থুড়ে ভিখারি
,
তিনি বলেন
, ওষুধ জানি আমি সারাতে পারি

রাজা মন্ত্রী দুজনে  বলেন
,ইনাম দেবো ভারি,
জ্বালাপোড়া  কমিয়ে দাও
,   সুস্থ করো তাড়াতাড়ি

ভিখারি বলে মুখের কথায় নেই কোন কারবার
,
কাজ মিটলেই দূর করে দেবে এটা তো পরিস্কার

রাজা বলেন এই অপবাদ আমার রাজ্যে নেই
,
যা বলি তা পুরণ করি
, সাথে সাথেই দেই

ভিখারি বলে এটা সত্য হলে কি
,এই হাল হোতো?
মুশকিল আসান করলে পরে
, কপালে জোটে জুতো

ভিখারি রাজাকে সুস্থ করে ওষুধ দিলেন  জবর
,
রাজা তখন বিশদ জেনে ভিখারিকে দেন মোহর

মন্ত্রীকে মারেন বেতের বারি
,
কামিয়ে দিলেন চুল আর দাড়ি

আমি হলাম ঐ যাদুকর ভিখারি তখন বলে
,
অকৃতজ্ঞতা র পরিনামে শাস্তি এই ভাবেই ফলে
রাজা ভীষণ লজ্জা পেলেন খামখেয়ালের জন্য
,
রাজ্য জুড়ে যাদুকরের নামে  সবাই ধন্য
,ধন্য

(হ্যামলিনের বাঁশি ওয়ালা গল্পের দ্বারা অনুপ্রাণিত )



No comments:

Post a Comment