চলোযাই রুপ কথায়'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
চলোযাই শৈশবে নিয়ে আসি খুঁজে,
যারা ছিলো হারিয়ে গেছে আমাদের মাঝে।
রাজা, রানী, কতো দত্যিদানো,
রাক্ষস খোক্কস ,ছেলে ভুলানো,
ব্যাঙ্গামা ব্যাঙ্গামী বা ডাইনি বুড়ি,
তেপান্তরের মাঠ, লোহারকড়াই মুড়ি।
সোনার কাঠির আলতো ছোঁয়ায়,
রুপসী রাজকন্যা চোখ মেলে চায়।
কৌটায় রাখা আছে প্রান ভ্রমর,
রাজকুমার ই জানে তাহার খবর।
এতেই যাবে সব রাক্ষস মরে,
রাজকন্যাকে আনবে উদ্ধার করে।
টিন টিন ,পটারের যুগ এসেছে,
ওদেরকে সবাই ভুলেই গেছে।
ঠাকুমার ঝুলি আজ বাতিলের দলে,
এসব কাহিনী এখন খুউব কমই চলে।
এখনকার কার্টুন কিম্বা কমিক্স,
গানের মতই হচ্ছে রিমিক্স।
বাংলা চ্যানেলে অল্প সল্প,
চলে এইসব পুরানো গল্প।
মনেপড়লে এইসবের কথা,
মনে শুধু জাগে জমাট ব্যাথা।
এখনকার বাচ্চারা এসব আর চায়না,
পুরানো ক্লাসিক্সে মন তাইভরেনা।
চলোযাই শৈশবে নিয়ে আসি খুঁজে,
যারা ছিলো হারিয়ে গেছে আমাদের মাঝে।
রাজা, রানী, কতো দত্যিদানো,
রাক্ষস খোক্কস ,ছেলে ভুলানো,
ব্যাঙ্গামা ব্যাঙ্গামী বা ডাইনি বুড়ি,
তেপান্তরের মাঠ, লোহারকড়াই মুড়ি।
সোনার কাঠির আলতো ছোঁয়ায়,
রুপসী রাজকন্যা চোখ মেলে চায়।
কৌটায় রাখা আছে প্রান ভ্রমর,
রাজকুমার ই জানে তাহার খবর।
এতেই যাবে সব রাক্ষস মরে,
রাজকন্যাকে আনবে উদ্ধার করে।
টিন টিন ,পটারের যুগ এসেছে,
ওদেরকে সবাই ভুলেই গেছে।
ঠাকুমার ঝুলি আজ বাতিলের দলে,
এসব কাহিনী এখন খুউব কমই চলে।
এখনকার কার্টুন কিম্বা কমিক্স,
গানের মতই হচ্ছে রিমিক্স।
বাংলা চ্যানেলে অল্প সল্প,
চলে এইসব পুরানো গল্প।
মনেপড়লে এইসবের কথা,
মনে শুধু জাগে জমাট ব্যাথা।
এখনকার বাচ্চারা এসব আর চায়না,
পুরানো ক্লাসিক্সে মন তাইভরেনা।

No comments:
Post a Comment