Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-১৩"চলোযাই রুপকথায়"

চলোযাই রুপ কথায়' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
চলোযাই শৈশবে নিয়ে আসি খুঁজে,
যারা ছিলো হারিয়ে গেছে আমাদের মাঝে

রাজা
, রানী, কতো দত্যিদানো,
রাক্ষস খোক্কস
,ছেলে ভুলানো,
ব্যাঙ্গামা ব্যাঙ্গামী বা ডাইনি বুড়ি
,
তেপান্তরের মাঠ
, লোহারকড়াই মুড়ি

সোনার কাঠির আলতো ছোঁয়ায়
,
রুপসী রাজকন্যা চোখ মেলে চায়

কৌটায় রাখা  আছে প্রান ভ্রমর
,
রাজকুমার ই জানে তাহার খবর

এতেই যাবে সব রাক্ষস মরে
,
রাজকন্যাকে আনবে উদ্ধার করে

টিন টিন
,পটারের যুগ এসেছে,
ওদেরকে সবাই ভুলেই গেছে

ঠাকুমার ঝুলি আজ বাতিলের দলে
,
এসব কাহিনী এখন খুউব কমই চলে

এখনকার কার্টুন কিম্বা কমিক্স
,
গানের মতই হচ্ছে রিমিক্স

বাংলা চ্যানেলে অল্প সল্প
,
চলে এইসব পুরানো গল্প

মনেপড়লে  এইসবের কথা

মনে শুধু জাগে জমাট ব্যাথা

এখনকার বাচ্চারা এসব আর চায়না
,
পুরানো ক্লাসিক্সে মন তাইভরেনা

No comments:

Post a Comment