আবোলে-তাবোলে "ট্যাঁশগরু-প্রসঙ্গে"-তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ইন্দ্রনীল হটাতএসেট্যাঁশগরুচাইলো, বলোতো কি করি কি বিপদে ফেললো! দুরছাই জানতামনা যে,ও ট্যাঁশগরুকিনবে? দুই খান ছিলো কাছে, আগেতো জানাইবে। বকুর বড়দাদা রোববার সকালে, চেয়ে নিয়ে চলে গেলো নেই ওর কপালে। শুনেছি ওটা নিয়ে বিদেশেতে ভেগেছে, শুল্কবিভাগ তাই ওর পিছে লেগেছে। কিন্তু একটা বিষয়ে লেগেছে যে দন্দ,
পাখিনা পশু ওটা সে ব্যাপারে ধন্দ। এ দেশের বিরলপ্রানী,চোরাইপথে রফতানি। এই আইনেই ধরাযায়,কঠিনতম সাজা তায়। কিন্তু কোন দেশেগেছে বিষয়টা কার জানা আছে?
সেটাইতো কারো জানা নাই,ছাড়া পেয়ে গেলো তাই। ইন্দ্রনীল হটাতএসেট্যাঁশগরুচাইলো, বলোতো কি করি কি বিপদে ফেললো! দুরছাই জানতামনা যে,ও ট্যাঁশগরুকিনবে? দুই খান ছিলো কাছে, আগেতো জানাইবে। বকুর বড়দাদা রোববার সকালে, চেয়ে নিয়ে চলে গেলো নেই ওর কপালে। শুনেছি ওটা নিয়ে বিদেশেতে ভেগেছে, শুল্কবিভাগ তাই ওর পিছে লেগেছে। কিন্তু একটা বিষয়ে লেগেছে যে দন্দ,
পাখিনা পশু ওটা সে ব্যাপারে ধন্দ। এ দেশের বিরলপ্রানী,চোরাইপথে রফতানি। এই আইনেই ধরাযায়,কঠিনতম সাজা তায়। কিন্তু কোন দেশেগেছে বিষয়টা কার জানা আছে?

No comments:
Post a Comment