Saturday, 28 November 2015

অন্য ধরণের কবিতা=২৪ "মাটির টানে"

মাটির টানে' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
মাটির টানে
,ঝুমুর গানে,
মন চলে যায়
,গাঁয়ের পানে

কিন্তু হায় !সব ভেঙ্গে যায় !
মাইন আর মেশিন গানে

সব ভালোলাগা হয়েছে বন্ধ
,
জঙ্গলে আজ বারুদের গন্ধ

গ্রামের সেই ধামসা মাদল
,
টুসু গানেও হয়না পাগল

ভারি বুটের শব্দ শুনি
,
শেষ প্রহরের ঘণ্টা জানি
,
পলাশ সিমুল লাল ই আছে
,
জঙ্গলের প্রাণ মরে ই গেছে

আদিবাসীদের হেঁড়িয়া প্রাণ

তারাও ব্যস্ত বাঁচাতে  জান

নাচগান সব শিকেয় তোলা
,
কঠিন বড় এই জঠোর জ্বালা

জীবনের সব সখ আহ্লাদ
,
নিয়েছে কেড়ে সন্ত্রাস বাদ

এই ভয়েতেই মোদের কাছে

লাল মাটি আজ দূরে সরে গেছে

সদা আতঙ্ক সদাই ভয়

হোথা গেলে পাছে কিছু হয়!
এক সময় ছিলাম সেথায়
,
আজ ও তাই মন যেতে চায়

No comments:

Post a Comment