'ছড়াকার' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
হাসির ছড়া লিখি আমি,আমি এক ছড়া কার,
আছেন কবি নামী দামী যাঁরা,তুলনা করিনা তার।
সকলের ভালো লাগবেনা জানি,
অতি সাধারন আমিও তা মানি।
তবু যদি পারি একটু হাসাতে,
মনের চাপ একটু কমাতে,
এই ভেবে লিখে যাই।
মজা পেলে কেউ হাল্কা লেখাতে,
মন ভরে যায় অপার খুশীতে,
যদি তা জানতে পাই।
দুঃখ কষ্ট, সমস্যার কথা,
সংসারের যত জমে থাকা ব্যাথা।
এই সব ভুলে, এসো যাই চলে,
যেথায় মজাদার হাসি।
নাই থাক সেন্স,ভরা নন সেন্স,
আজগুবি রাশি রাশি।
এলো মেলো ভুলে,সব যাবে গুলে,
নাইকো জ্ঞানের দীপ্তি।
ব্যকরণ ছাড়া, লেখা আগা গোড়া,
হবেনাকো পরিতৃপ্তি।
তবু বলিদেখো, রাগ কোরোনাকো,
হও একটু অবোধ শিশু।
তত্ত্ব ছাড়াও লোকে, এই ভাবে বকে,
ক্ষতি নাই তায় কিছু।
সমাজে সমস্যা মেটাবার তরে আছেন বহু নেতা,
আমরা নাহয় ফালতুই বকি, বাদ দিয়ে ওসব কথা।
হাসির ছড়া লিখি আমি,আমি এক ছড়া কার,
আছেন কবি নামী দামী যাঁরা,তুলনা করিনা তার।
সকলের ভালো লাগবেনা জানি,
অতি সাধারন আমিও তা মানি।
তবু যদি পারি একটু হাসাতে,
মনের চাপ একটু কমাতে,
এই ভেবে লিখে যাই।
মজা পেলে কেউ হাল্কা লেখাতে,
মন ভরে যায় অপার খুশীতে,
যদি তা জানতে পাই।
দুঃখ কষ্ট, সমস্যার কথা,
সংসারের যত জমে থাকা ব্যাথা।
এই সব ভুলে, এসো যাই চলে,
যেথায় মজাদার হাসি।
নাই থাক সেন্স,ভরা নন সেন্স,
আজগুবি রাশি রাশি।
এলো মেলো ভুলে,সব যাবে গুলে,
নাইকো জ্ঞানের দীপ্তি।
ব্যকরণ ছাড়া, লেখা আগা গোড়া,
হবেনাকো পরিতৃপ্তি।
তবু বলিদেখো, রাগ কোরোনাকো,
হও একটু অবোধ শিশু।
তত্ত্ব ছাড়াও লোকে, এই ভাবে বকে,
ক্ষতি নাই তায় কিছু।
সমাজে সমস্যা মেটাবার তরে আছেন বহু নেতা,
আমরা নাহয় ফালতুই বকি, বাদ দিয়ে ওসব কথা।
No comments:
Post a Comment