উপার্জন' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ওই যে শব্দ শোনা যায়,
ঢেউ ভাঙ্গছে নৌকার গায়।
ছলাত ছলাত শব্দ তায়,
ও খানেতেই মন চলে যায়।
সারাদিন এই নদীর জলে ,
জাল ফেলে মাছ ধরাই চলে।
বরাত ভালো হ লে প রে,
বেশ কিছু মাছ ওঠে যেরে।
ন ইলে খুঁজি কাঁকড়া গুলো,
জোটে কপাল থাকলে ভালো।
কেউ বা ধরে শুধু ই মীন,
এতেই কাটে সারাটা দিন।
দিন কেটে যায় এমনি করে,
সারা দিনেটাই যুদ্ধ করে।
ফেনা ভাত আর আলু সিদ্ধ,
রাতের খাবার এই বরাদ্দ।
দিনে রাঁধার ফুরসত কোথায়?
জাল টানতেই বেলা বয়ে যায়।
এগুলান সব বেচলি পরে,
টাকা জুগাবো ঘর সংসারে।


No comments:
Post a Comment