Saturday, 28 November 2015

অন্য ধ রণের কবিতা -২৫ " মা লক্ষ্মীর কাছে প্রার্থণা"

মা লক্ষ্মীর কাছে প্রার্থনা ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
মা এসেছেন ভাগ্য লক্ষ্মী -ধন লক্ষ্মী তিনি,
মা য়ের বন্দনায় আজি রত সারা বঙ্গভূমি

এসো মা  লক্ষ্মী
, তোমায় সবে বন্দনা করি,
প্রণমী তোমাকে মাতঃ শ্রদ্ধাভক্তি  ভরি

ধরায় বিরাজ তুমি আপামর ঘরে
,
অর্থের দুর্দশা মুক্ত করহে সবারে

অর্থাভাবে  কত প্রাণ নিত্য যায় ঝরে
,
হয়ে সকলের মাতা সহ তা কেমন করে
?
তোমার দাক্ষিণ্য বিনা সংসার অচল
,
সবার প্রতি হও সদয় ও স্নেহ বৎসল

তোমার কৃপায় মোদের কর হে ধন্য
,
তুলে দাও ভেদাভেদ  গণ্য-নগণ্য



No comments:

Post a Comment