ভ্রম
' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
রাত্রি তখন এগারো বারো,
ঠাণ্ডাটা আজ পড়েছে বড়ো।
বাইরেতে দেখি ভালো কুয়াশা,
আলো আঁধারিতে বেশ ধোঁয়াশা।
বারান্দার ঐ একটি ধারে ,
কে বসে ? ঘাপটি মেরে।
চুরির মতলবে নিশ্চয় আসা,
তাই ওখানে ওভাবে বসা।
ভেবেছে রাতে কেঊ আসেনা,
অন্ধকারে দেখতেও পাবেনা।
মজা বোঝাচ্ছি হাতে নাতে,
করবি চুরি আজকে রাতে?
এইনা ভেবে গেলাম ঘরে,
কাঁথা নিলাম সঙ্গে করে।
চুপি চুপি এলাম হেথা,
ধরবো চোর জড়িয়ে কাঁথা।
গায়ের উপর ফেলে কাঁথা,
জাপ্টে ধরে চাঁচাই হোথা।
দেখো আমি ধরেছি চোর,
ঘেঊ ঘেঊ রবে ভাঙ্গলো ঘোর।
এটা আমি করেছি কি?
ভালো করে তাকিয়ে দেখি।
বাড়ির পোষা কুত্তাটাকেই,
ধরেছি আমি চোর ভেবেই।
শীতে ছিলো ওটা এখানে এসে,তাকেই চোর ভেবেছি ভুলের বসে।
রাত্রি তখন এগারো বারো,
ঠাণ্ডাটা আজ পড়েছে বড়ো।
বাইরেতে দেখি ভালো কুয়াশা,
আলো আঁধারিতে বেশ ধোঁয়াশা।
বারান্দার ঐ একটি ধারে ,
কে বসে ? ঘাপটি মেরে।
চুরির মতলবে নিশ্চয় আসা,
তাই ওখানে ওভাবে বসা।
ভেবেছে রাতে কেঊ আসেনা,
অন্ধকারে দেখতেও পাবেনা।
মজা বোঝাচ্ছি হাতে নাতে,
করবি চুরি আজকে রাতে?
এইনা ভেবে গেলাম ঘরে,
কাঁথা নিলাম সঙ্গে করে।
চুপি চুপি এলাম হেথা,
ধরবো চোর জড়িয়ে কাঁথা।
গায়ের উপর ফেলে কাঁথা,
জাপ্টে ধরে চাঁচাই হোথা।
দেখো আমি ধরেছি চোর,
ঘেঊ ঘেঊ রবে ভাঙ্গলো ঘোর।
এটা আমি করেছি কি?
ভালো করে তাকিয়ে দেখি।
বাড়ির পোষা কুত্তাটাকেই,
ধরেছি আমি চোর ভেবেই।
শীতে ছিলো ওটা এখানে এসে,তাকেই চোর ভেবেছি ভুলের বসে।


No comments:
Post a Comment