Saturday, 28 November 2015

অন্য ধরণের কবিতা=৩০"প্রযুক্তির কল্যাণে"

প্রযুক্তির কল্যাণে' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ফেসবুকেতে এসে
,হাত খুললো শেষে
দেখছি আমি বেশ
, লেখা আঁকায় সরেস
আগে লেখা দেখলে পরে
,ভয়েই আমি যেতাম মরে
এখন তো দেখি বেশ সোজা
, সব তেই বেশ রাজা গজা
গুগুল নেট থাকার ফলে
, করছে যা চাই হেসে খেলে
ফটো এডিটিং জানলে পরে
,ছবি বানাতে তে কে পরোয়া করে ?
তার উপরে সাহায্য পেলে
,চালিয়ে দেবে হেসে খেলে

অন্যের কাজ ই দিচ্ছে ঝেড়ে
,কে আর অত পরখ করে?
এখানেতে জায়না ধরা
, কোনটা নিজের কোনটা ঝাড়া

শিক্ষকের দান বা টাকায় কেনা
,পোস্টিং দেখে বোঝা যায়না
এভাবে অনেকে নাম কিনেছে
,কে আর তায় খোঁজ রেখেছে?
ধারাবাহিকতা দেখলে পরে
, স্বকিয়তা বুঝবে যেরে

আঁকতে লিখতে রেফারেন্স লাগে
,এখনকার মতই ছিলো তা আগে
অনুকরনেও তারিফ পাবে
, কারন এতেও স্বকীয়তা লাগে
কিন্তু  কাজ যারা চুরি করে
, মনুষত্ব কোথায় ওরে
কাট এণ্ড পেষ্ট আর এডিট কোরে
,নিজের বলে চালায় যেরে

দেখ বে এমন ভুরি ভুরি
, এগুলোতো স্রেফ চুরি
এমন কাজে ভরে গেছে
, তাই প্রতিভার দাম কমেছে
অন্যের কাজের সুত্র ধরে
, দেখাও নিজে হাতে কলমে করে
সব ক্ষেত্রেই একই কথা
, অনুসরনে নাইকো বাধা
অন্যের সাহার্য্য নিলেও পরে
, বদলেনাও নিজের মত ন করে'
প্রযুক্তির সাহার্য্য নেবে
, নিজের সৃষ্টি স্বত্ত্বা কাজে লাগাবে

No comments:

Post a Comment