Saturday, 21 November 2015

আবোলে তাবোলে- ২ ' ভুলো মন'

আবোলে-তাবোলে " ভুলো মন" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
উদোর দাদা বুধোর জানি মনটা ভীষণ ভুলো,
ডান হাত কাটলে লাগান বাঁ হাতে ওষুধ
,তুলো
খাওয়ার পাতে বসে তিনি আঁকি বুঁকি কাটেন
,
আপন মনেই কাঁদেন তিনি
,আপন মনেই হাসেন

বাজার করতে বেড়িয়ে তিনি ডাক্তার খানা ছোটেন
,
ঘন্টা কয়েক কাবার করে খালি হাতেই ফেরেন

অতিথি এলে ঘরে মিস্টি কিনতে চলেন
,
বাড়ির বাইরে দিলেই পা সব কিছু ভোলেন

গোটা কয়েক শশা আর মাটির হাঁড়ি কুড়ি
,
নিয়েই তিনি ফেরেন বাড়ি বাজার থলি ভরি

অষুধের দোকানে হাজির তিনি
, জামা কিনবেন বলে,
লঞ্চে গিয়ে  ওঠেন তিনি
, ট্রেণের  কথা ভুলে

সিনেমার কাউন্টারে  তিনি ট্রেণের টিকিট খোঁজেন
,
চিড়িয়াখানা ভেবে তিনি বিগ বাজারে ঢোকেন

রাত্রেতে ঘুমের জন্য বিছানা বালিশ ছেড়ে
,
সোজা গিয়ে হাজির তিনি কলতলার ঘরে

শোয়ার জায়গা না দেখে রেগে হলেন সাড়া

চেঁচিয়ে রাত দুপুরে মাথায় তোলেন পাড়া

সবাই বলে থামো থামো
, কি হয়েছে বলো?
বুধো বলে কোথায়গেলো  বিছানা বালিশ গুলো
?


                   

No comments:

Post a Comment