শ্রদ্ধেয় আব্দুল কালামের উক্তি থেকে " তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ঘুমের ঘোরেতে দেখাটা স্বপ্ন নয়,
স্বপ্ন সেটাই অন্য ভাবে দেখতে হয়।
আমি সেই স্বপ্ন দেখি,
যখন নয়ন মেলিয়া থাকি।
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়,
আমায় কাজের প্রেরণা জোগায়।
আমি সুর্য্যের দীপ্তি চাই,
তীব্র দহনে জ্বলিতেছি তাই।
কষ্টের জ্বালা সহিতে যে পারে,
ঊজ্বলতা আসিবেই অচিরে।
কাজকে আমার জানাই সন্মান,
সদা উন্নত তাই মোর নিশান।
আমি কাজেরেই শুধু জানাই সালাম,
তাইতো সবার সেলাম পেলাম ।
কাজকে কোরলে সদা হেয় জ্ঞান,
নত শিরে থেকে লুটাতো যে মান।
আন্তরিকতা হীন সাফল্যে ও নেই কোন শান্তি,
চারিপাশে অনর্থ ই ঘটে,টেনে আনে বিভ্রান্তি
ঘুমের ঘোরেতে দেখাটা স্বপ্ন নয়,
স্বপ্ন সেটাই অন্য ভাবে দেখতে হয়।
আমি সেই স্বপ্ন দেখি,
যখন নয়ন মেলিয়া থাকি।
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়,
আমায় কাজের প্রেরণা জোগায়।
আমি সুর্য্যের দীপ্তি চাই,
তীব্র দহনে জ্বলিতেছি তাই।
কষ্টের জ্বালা সহিতে যে পারে,
ঊজ্বলতা আসিবেই অচিরে।
কাজকে আমার জানাই সন্মান,
সদা উন্নত তাই মোর নিশান।
আমি কাজেরেই শুধু জানাই সালাম,
তাইতো সবার সেলাম পেলাম ।
কাজকে কোরলে সদা হেয় জ্ঞান,
নত শিরে থেকে লুটাতো যে মান।
আন্তরিকতা হীন সাফল্যে ও নেই কোন শান্তি,
চারিপাশে অনর্থ ই ঘটে,টেনে আনে বিভ্রান্তি

No comments:
Post a Comment