আবোলে-তাবোলে" ষষ্ঠি চরণের হাল"
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ষষ্ঠিচরণেরবয়স হয়েছে,এখন কেমন বদলে গেছে। ষষ্ঠিচরণ যখন তখন,রেগে ওঠেন ষাঁড়ের মতন
। সামনেকাউকেদেখলেপরে,ঘোঁতঘোঁতিয়েতাড়াকরে। সেদিনএকটাহাতিকেধরে,যেইদিয়েছেশুণ্যেছুঁড়ে।
হঠাত একটা পাগলাষাঁড়ে,তারপিছনেইএলোতেড়ে।
ষষ্ঠি ছোটে উর্দ্ধশাসে, সবাই দেখে ভীষণ হাসে ।
বলে বেটা বোঝ এবার, পালোয়ানেও পগার পার ।
হঠাত একটা পাগলাষাঁড়ে,তারপিছনেইএলোতেড়ে।
ষষ্ঠি ছোটে উর্দ্ধশাসে, সবাই দেখে ভীষণ হাসে ।
বলে বেটা বোঝ এবার, পালোয়ানেও পগার পার ।
No comments:
Post a Comment