'শব্দ বাহার' তপন কুমার বন্দ্যো পাধ্যায়
কেউ করে হাঁস ফাস,কেউ করে বক বক।
রেগে করে গজ গজ,কাশে কেউ খক খক।
কেউ করে ঘ্যান ঘ্যান, প্যানপ্যান করে কেউ।
চুপ চুপ ঐ শোন , কুকুরের ঘেউঘেউ।
বন বন পাখা ঘোরে, ঝমঝম বৃষ্টি।
দুমাদুম বাজ পড়ে, কি অনাসৃষ্টি।
কল কল জল বয়, হু হু ঝড় জোরসে।
মড় মড় ডাল ভাঙে, শন শন বাতাসে।
দাঁত করে কন কন ফোড়ার ব্যাথা টন টন।
কাঁপে লোক ঠক ঠক, জ্বর আসে টারসে
খাঁ খাঁ ভর দুপুরেতে, মাছি ওড়ে ভন ভন।
প্যান্ডেলে বক্স বাজে মাথা করে ঝন ঝন ঝন
ঝুপঝাপ টুপ টাপ কি আওয়াজ বাইরে?
টিনের চালে শিল পড়ে টকাটক ভাই রে।
ফুট ফুটে আলো গিয়ে ঘুট ঘুটে তমসা
টিম টিম লম্ফ জ্বলে কেরোসিন ভরসা।
বিদ্যুৎ এসে যাবে মুখে মুখে শুনছি।
কবে আসবে তাই বসে বসে ভাবছি।
কেউ করে হাঁস ফাস,কেউ করে বক বক।
রেগে করে গজ গজ,কাশে কেউ খক খক।
কেউ করে ঘ্যান ঘ্যান, প্যানপ্যান করে কেউ।
চুপ চুপ ঐ শোন , কুকুরের ঘেউঘেউ।
বন বন পাখা ঘোরে, ঝমঝম বৃষ্টি।
দুমাদুম বাজ পড়ে, কি অনাসৃষ্টি।
কল কল জল বয়, হু হু ঝড় জোরসে।
মড় মড় ডাল ভাঙে, শন শন বাতাসে।
দাঁত করে কন কন ফোড়ার ব্যাথা টন টন।
কাঁপে লোক ঠক ঠক, জ্বর আসে টারসে
খাঁ খাঁ ভর দুপুরেতে, মাছি ওড়ে ভন ভন।
প্যান্ডেলে বক্স বাজে মাথা করে ঝন ঝন ঝন
ঝুপঝাপ টুপ টাপ কি আওয়াজ বাইরে?
টিনের চালে শিল পড়ে টকাটক ভাই রে।
ফুট ফুটে আলো গিয়ে ঘুট ঘুটে তমসা
টিম টিম লম্ফ জ্বলে কেরোসিন ভরসা।
বিদ্যুৎ এসে যাবে মুখে মুখে শুনছি।
কবে আসবে তাই বসে বসে ভাবছি।
No comments:
Post a Comment