Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসাঠাসি "রঙ্গীন মশকরা"

হালকা হাসির ছড়া 'রঙ্গীন মস করা' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
শ্রদ্ধেয় সুকুমার রায়ের রচনা ঘিরে কিছু ছড়া লিখেছি
,
এবার  অন্য স্বাদের কবিতা  মনেকিছু ভেবেছি

জানিনা পাঠকদেরকেমন লাগে এই ছড়া

 হালকা হাসিতেই রেখেছি একে মোড়া

যেমন ছিলো
পেঁচোপাঁচু,ভুলোমন বা জোরসে লড়াই,
মন্ত্রীযাদুকরে ও এমন ভিন্ন ধাঁচের আস্বাদ পাই

এবার লিখছি দামুকে নিয়ে মোদের পাড়ায় সব্জী বেচে

সময় সময় আপন মনে গায় সে গান আর নাচে

নিজের সুরে রবীন্দ্র সংগীত
, কথাও বসায় নিজের মত,
বললে বলে এটাই জানি বুঝিনাকো অতশত

ভাব এলে সে  কাঁদতে থাকে
,তখন কে চিনবে তাকে?
ধুলোয় খায় লুটো পটি
,নিজেই ছেঁড়ে চুলেরঝুঁ টি

নানা অদ্ভুতরঙের পোষাক পরে
, যদিএনিয়ে কেউজিজ্ঞাসা করে?
বলে এখন যে সব রঙের সব্জী বেচি
,কভু সে রঙ আগে দেখেছি?
সবুজ রঙের ফুল কপি
,বেগুনী রঙের বাঁধা,
রঙবেরঙের ক্যাপ্সিকাম
,কত রকমারী আদা

লোকেও খোঁজে রঙবেরঙের সাদায় মন ভরেনা
,
গুন
,অপগুন,ভালো মন্দ অত শত কেঊ ভাবেনা

সবুজ টমাটো সাদা বেগুন অনেক কাল ই চলছে
,
লাল সবুজ লঙ্কার সাথে এখন সাদা লঙ্কাও ফলছে

হাইব্রীডের যুগে যে এটা ফিউশন বোলছে
,
মেলানো মেশানো রিমিক্স গান গাইছে

কোন জিনিষ এখন আর নয় শুধু ফেলনা
,
ভাঙ্গা শিশি
,কাঁচের চুড়ি সব কিছুই বাজনা

চিরুণী
,চামচ বা ভাঙ্গা নলের টুকরো,
এর সাথে নাচ গান বাউল কি ঝুমরো
?
আধুনিক আঁকা বা আধুনিক কবিতা
,
চেষ্টা করেছি বুঝতে
,মাথায় ঢোকেনি তা!
তবু তাল মেলাতে
, হয় সায় জানাতে,
নইলে যে এসমাজে ঠাঁই পাওয়া যাবেনা
,
তাই লিখি মসকরা
,হাসি খুশি মন গড়া,
কারো মন ভারাক্রান্ত কভু করতে চাইনা


No comments:

Post a Comment